স্কলারশিপ নিয়ে ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
স্কলারশিপ নিয়ে ডেনমার্কে

ডেনমার্ক স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা বাংলাদেশী স্টুডেন্টের সংখ্যা নেহায়েতই কম নয়। আপনিও চাইলে বেশ কম খরচে পছন্দের সাবজেক্টের উপর ডেনমার্কে স্কলারশিপ করতে পারেন। যাদের প্ল্যান আছে তাদের সুবিধার্থে চলুন বাংলাদেশী স্টুডেন্ট হিসাবে ডেনমার্কে থাকা খাওয়ার খরচ কত পড়তে পারে সে-সম্পর্কে জানি! 

 

বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ

শুরুতে বলে রাখি ডেনমার্কে সবকিছুর খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। তাই যাদের হাই বাজেট আছে তারা ডেনমার্কের স্কলারশিপ বেছে নেওয়া উচিত। অন্যথায় পরবর্তীতে নিজের খরচ নিজে চালাতে গিয়েই মারাত্মক হিমশিম খাবেন। এই খরচের পরিমাণ মাসে ১ লক্ষ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

 

ডেনমার্কে থাকার খরচ

ডেনমার্ক স্কলারশিপ পেয়ে ডেনমার্কে গিয়ে পড়াশোনা করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের মাথা গোঁজার ঠাঁই খুঁজে নেওয়া। ডেনমার্কে থাকতে হলে আপনাকে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। এক্ষেত্রে প্রতি মাসে ৩০-৪০ হাজার টাকা খরচ পড়বে। যদিও আপাতদৃষ্টিতে এই খরচের পরিমাণ অতোটাও বেশি না। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশেই ভালো বাসা পেতে মাসে মাসে গুনতে হয় ৩০ থেকে ৪০ হাজার টাকারও বেশি। যাইহোক আসুন ক্যাটাগরি অনুযায়ী ডেনমার্কের থাকার খরচ সম্পর্কে জানি: 

 

হোস্টেল: আপনি চাইলে ভার্সিটির আন্ডারে ডেনমার্কে হোস্টেলে থাকতে পারেন৷ বর্তমান সময় অনুযায়ী ডেনমার্কের হোস্টেল খরচ পড়বে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা। 

 

শেয়ার্ড অ্যাপার্টমেন্ট: স্টুডেন্ট হিসাবে ডেনমার্কে খরচ কমাতে আপনি চাইলে শেয়ার্ড অ্যাপার্টমেন্টও নিতে পারেন। এক্ষেত্রে ৪০ থেকে ৮০ হাজার টাকা খরচ পড়বে প্রতি মাসে। 

 

প্রাইভেট অ্যাপার্টমেন্ট: যাদের হাই বাজেট আছে এবং ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ হিসাবে মোটামুটি বাজেট আছে তারা প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিতে পারেন। এক্ষেত্রে কমসে কম মাসে ৮০ থেকে ৯০ হাজার টাকা গুনতে হবে। 

 

মনে রাখবেন থাকার জায়গা বাছাই করার সময় অবশ্যই ভার্সিটি থেকে কতদূরে, পড়ার ভালো পরিবেশ আছে কিনা সবকিছু বিবেচনা করে নেওয়াটা জরুরি। 

 

ডেনমার্কে খাবারের খরচ 

গ্রোসারি প্রোডাক্ট কিনে আপনি যদি নিজে রান্না করে খেতে চান সেক্ষেত্রে একজন হিসাবে মাসে লাগবে ২০ হাজার টাকার মতো। তবে স্টুডেন্টদের অনেক সময় হাতে বেশি সময় না থাকার কারণে রান্না করে খাবার তৈরির সুযোগটা খুব একটা থাকে না। এক্ষেত্রে বাইরের সস্তা খাবার হোটেলগুলির বিভিন্ন খাবার ট্রাই করতে পারেন। আর এক্ষেত্রে নিয়মিত ৬০০-৭০০/- বাজেট করলেই যথেষ্ট! 

 

ডেনমার্কের যাতায়াত খরচ 

শুরুতেই বলেছি বাসা ঠিক করার সময় অবশ্যই ভার্সিটির কাছের প্লেইসকে গুরুত্ব দেবেন। আসুন ডেনমার্কের যাতায়াত খরচ সম্পর্কে জানি: 

 

১. পাবলিক ট্রান্সপোর্ট পাস ইউজ করলে খরচ পড়বে মাসে মাত্র ৮০০০/-। 

২. আপনি চাইলে কম দামে সাইকের কিনেও তা ইউজ করতে পারেন। এতে যাতায়াত খরচ লাগবে না। 

৩. বর্তমানে ডেনমার্কের অনেক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে। সবসময় স্টুডেন্ট আইডি কার্ড সাথে রেখে আপনিও এই সুযোগ কাজে লাগাতে পারেন। এতে খরচ কমে আসবে। 

 

ডেনমার্কে চিকিৎসার খরচ 

ডেনমার্কে পড়াকালীন সময়ে যদি চিকিৎসার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও স্টুডেন্ট হিসাবে আপনার একটা বাড়তি খরচ তৈরি হতে পারে। তাই ১ বছরের জন্য স্বাস্থ্যবীমা করে নেবেন। এই বীমা করতে আপনাকে এককালীন ৪৩,০০০/- খরচ করতে হবে। আর এই টাকায় আপনি ১ বছর চিকিৎসা পাবেন। বীমার ব্যাপারে আপনি চাইলে অনলাইনেই আবেদন করতে পারেন। 

 

ডেনমার্কের পার্সোনাল খরচ 

প্রতি নিজের পার্সোনাল খরচ হিসাবে বাংলাদেশী টাকায় ১০ হাজার টাকা বাজেট রাখতে পারেন। মাঝেমধ্যে মুভি দেখা, বিপদেআপদে সেই টাকা খরচ করা, ড্রেস কিনা কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনি এই টাকা খরচ করতে পারেন। 

মোটকথা ডেনমার্কে থাকা-খাওয়ার খরচ হিসাবে আপনাকে প্রতি মাসে ১ লক্ষ ৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকার মতো খরচ করতে হতে পারে। যাদের কাছে খরচের পরিমাণ বেশি মনে হচ্ছে তারা চাইলে ডেনমার্কে পার্ট টাইম জবও করতে পারেন। বর্তমানে সেমিস্টারের সময় স্টুডেন্টদের প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা পার্ট টাইম জব করার সুযোগ থাকে। আর যেসময় ছুটি থাকবে সে-সময় ফুল টাইম জবও করতে পারবেন। এতে করে খরচের দিকটা সুন্দরভাবে ম্যানেজ করাটা সহজ হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ