যারা প্রবাসে যেতে চান কিন্তু হাতে টাকা পয়সা নেই তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে নতুন কিছু শুরু করতে পারেন। বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম অনুযায়ী প্রবাসে যেতে চায় কিন্তু সামর্থ্য নেই এমন ব্যাক্তিদের লোন দিচ্ছে। প্রবাসে গিয়ে অর্থ উপার্জন করে এই লোন পরিশোধের সুযোগ থাকছে। তাই এক্সট্রা কোনো চাপ নেবার দরকার নেই। আসুন প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানি৷
শুরুতে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পরিচিতি সম্পর্কে একটি আইডিয়া নেওয়া যাক। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন মূলত বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক। ব্যাংকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রবাসীদের কথা মাথায় রেখে।
২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যাংকটি পুরোপুরি সরকারের অধিনে কাজ করা একটি ব্যাংক। ৮৫০০০ হাজারের বেশী বিদেশগামী কর্মীকে প্রয়োজন অনুযায়ী লোন দিয়ে ইতিমধ্যে যথেষ্ট সুনাম কুড়িয়েছে ব্যাংকটি। আপনিও চাইলে এই ব্যাংকের অধিনে লোন নিতে পারেন৷
চলুন তবে এবারে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন কি কি লাগে সে ব্যাপারে জানি:
উপরোক্ত ডকুমেন্টসগুলি সাথে নিয়ে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলেই লোন পেয়ে যাবেন।
মূলত যাদের সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন দেশে গিয়ে কাজ করার প্ল্যান আছে তারাই এই প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি বর্তমানে ব্যাংকটি ইতালি, রোমানিয়া, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া দেশে গিয়ে কাজ করতে চায় এমন প্রবাসীদেরও লোন দিয়ে সহায়তা করছে।
মনে রাখবেন আপনি যে দেশে যেতে চান সে দেশে যাওয়ার জন্যে যদি আপনার বৈধ ভিসা না থাকে সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন না। মানে কোনো ভিসা পাইয়ে দেওয়ার দায়িত্ব ব্যাংকের না। কাজটা আপনাকে নিজেরই করতে হবে। বলে রাখা ভালো প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম লোনের সুদের হার ৯ শতাংশ। যা মূলত সরল সুদ হিসেবেই বিবেচিত হবে।
বেকার লোকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াই হলো প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকেই আমরা সুবিধা হিসাবে ধরে নিতে পারি। তাছাড়া যে কেউ চাইলেই এই লোনের জন্য আবেদন করে লোন নিতে পারে। স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে আপনাকে এখান থেকে লোন নিতে হবে না। বরং ডকুমেন্টস ঠিক থাকলে এবং আপনার ভিসা বৈধ হলে আপনিও আবেদন করে প্রয়োজনীয় লোন পেয়ে যাবেন।
এবার আসি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত টাকা লোন নেওয়া যায় সে ব্যাপারে। এই লোনের পরিমাণ কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে লোনের পরিমাণ সর্বোচ্চ হবে তিন লাখ টাকার মতো।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পরিশোধের নিয়ম হলো আপনি যতদিন মেয়াদে লোন নিয়েছেন ততদিন মেয়াদে তা পরিশোধ করবেন। লোনের পরিমাণ এবং প্রকারের উপর নির্ভর করে আপনাকে শুরুতেই বলে দেওয়া হবে লোন পরিশোধে আপনি কত সময় পাবেন। এই সময়কাল সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।