বেনাপোলে আব্দুল্লাহ নাইট ফুটবল টুর্নামেন্ট

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বেনাপোল ভবারবেড় পশ্চিম পাড়ায় আব্দুল্লাহ ফুটবল টুর্নামেন্ট-এর উদ্যোগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে রেল স্টেশন সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বেনাপোল পৌর ছাত্রলীগ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে নাভারণ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় নকআউট ভিত্তিতে আটটি দল অংশগ্রহণ করে৷

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমীর প্রধান কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাব্বির হোসেন পলাশ।

সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো. আইয়ুব হোসেন পক্ষী।

খেলা পরিচালনা করেন মোঃ ইয়াসিন ও মোঃ ইয়ানুর। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ মিন্টু রহমান ও মো: নজরুল ইসলাম ৷

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৬ হাজার টাকা । খেলায় ম্যান অব দ্যা সিরিজ মনোনীত হন বিজয়ী দলের স্ট্রাইকার সৌরভ হোসেন।

খেলাটির মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ