ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল মানেই বাড়তি উন্মাদনা। গত বুধবার (২২ নভেম্বর) জাতীয় দলের জয়ের পর আজ শুক্রবার (২৪ নভেম্বর) আরও একবার ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরির হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাও যুবাদের ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও লড়াই ছিল সমানে সমান। ১৫ মিনিট পর্যন্ত দুই দলই একে অন্যের গোলে অন্তত দুবার আক্রমণ সাজায়। তবে পোস্টে শট রাখতে পারেনি কেউই। দুই দলের সামনেই সুযোগ ছিল গোলের। আর্জেন্টিনার সিয়ারো ফাঁকা পোস্ট পেয়েও ফিনিশিং করতে পারেনি। আর ব্রাজিলের হায়ানের শট অল্পের জন্য বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
ম্যাচের ২৮তম মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি আর্জেন্টিনাকে। নিজ অর্ধে বল পেয়েছিলেন আর্জেন্টিনার এচেভেরি। এরপর একাই ছুটে গেলেন প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত। ডিবক্সের কিছুটা বাইরে থেকে নিয়েছিলেন নিচু শট। তবে সেটা ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে লেগে খানিক দিক পরিবর্তন করে। তাতেই পরাস্ত হন ব্রাজিলের গোলরক্ষক। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।
দ্বিতীয়ার্ধে যেন রুদ্র মূর্তি ধারণ করেই মাঠে নামেন ক্লদিও এচেভেরি। ম্যাচের ৫৮ ও ৭১ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করে রিভার প্লেটের এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে এ নিয়ে ৫ গোল করে এচেভেরি।
আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার) সেমিফাইনাল জার্মান যুবাদের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা।