নিষিদ্ধ হলেন সিমোনা হালেপ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

সাময়িক নিষিদ্ধ হয়েছেন বিশ্বের সাবেক নারী শীর্ষ টেনিস তারকা সিমোনা হালেপ। শুক্রবার দুবারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ীর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।

আইটিআইএ জানিয়েছে, ডোপ টেস্টে রোমানিয়ার এ টেনিস তারকার রক্তে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গেছে।
তবে নিষিদ্ধ ওষুধ নেওয়ার বিষয়টি অস্বীকার করে শাস্তির বিষয়ে অবাক হয়েছেন হালেপ।  তিনি জানান, ইচ্ছে করে কোনো নিষিদ্ধ ওষুধ নেননি।

আইটিআইএ এক বিবৃতিতে জানিয়েছে, রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপকে শর্তসাপেক্ষে নিষিদ্ধ করা হলো। টেনিস অ্যান্টি ডোপিং প্রোগ্রাম (টিএডিপি)-এর ৭.১২.১ আর্টিকেলের অধীনে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞার বিষয়ে হালেড টুইট করেছেন, ‘আজ থেকে আমার জীবনের কঠিনতম অধ্যায় শুরু। শুনেছি যে আমার নমুনায় ড্রাগ পাওয়া গেছে। খুবই কম পরিমাণে সেই ড্রাগ থাকলেও আমি অত্যন্ত অবাক। গোটা জীবনে প্রতারণার কথা কখনই আমার মাথায় আসেনি। এ ধরনের কাজ আমার মূল্যবোধের বিরুদ্ধে।’

৩১ বছর বয়সি এ তারকা রও লেখেন—‘আমি নিজেই দ্বিধাগ্রস্ত ও অবাক। ইচ্ছে করে যে এই ওষুধ নিইনি, সেটি প্রমাণ করার জন্য যতদূর যেতে হয় যাব। সত্যের ওপর আমার ভরসা রয়েছে। ২৫ বছর ধরে টেনিস খেলে যে সম্মান অর্জন করেছি, তা এত সহজে মিলিয়ে যেতে দেব না।’

নারী পেশাদার টেনিসের উজ্জ্বল তারকা সিমোনা হালেপ। ২০১৯ সালে উইম্বলডন জিতেছিলেন। সে বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ