সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পতিত জমিতে মৌসুমি সবজির চাষ সফলতা পেয়েছেন পুলিশের এএসআই দম্পত্তি। আর চাষ করা এসব সবজি দিয়েই চাহিদা মিটছে তাদের। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অন্য পুলিশ সদস্যরা।
এএসআই নোমান ও তার সহধর্মিণী এএসআই শাজমা বেগম বলেন, পুলিশের দায়িত্ব পালন করার পাশাপাশি চাষ করা সবজির পরিচর্যাও করে থাকি আমরা। মূলত থানার পতিত জমিকে সঠিকভাবে ব্যবহারের জন্য সবজির চাষকে বেছে নেয়া হয়। এছাড়াও চাষ করা বিষমুক্ত সবজি পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদাও পূরণ করছে। যখন যে সুযোগ পাচ্ছি ঠিক তখনই এই সবজির বাগানের পরিচর্যায় সময় দিচ্ছি। সঠিকভাবে পরিচর্যা করার কারণে ফলনও বেশ ভালো হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানায় সুসজ্জিত সবজির বাগানের বিভিন্ন অংশে চাষ করা হয়েছে শশা, ঝিঙেসহ নানা রকমের শাক-সবজির। নিয়মিত পরিচর্যা করার ফলে এসব সবজির ফলন বেশ ভালো হয়েছে। এ বাগানে সব মিলিয়ে প্রায় ১০ ধরনের সবজি রয়েছে।
দোয়ারাবাজার থানা ওসি দেব দুলাল ধর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন স্থান যাতে পতিত না থাকে, সেই চিন্তা থেকেই থানার পতিত জমিতে শাক-সবজির চাষ করার উদ্যোগ গ্রহণ করেন এএস আই নোমান ও শাজমা বেগম। তারা সুবিধামতো সময়ে চাষ করা সবজিগুলোর পরিচর্যা করে থাকেন।