টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিচিতি | সাবজেক্ট | খরচ | সুযোগ-সুবিধা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিচিতি | সাবজেক্ট | খরচ | সুযোগ-সুবিধা.jpg

টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিচিতি | সাবজেক্ট | খরচ | সুযোগ-সুবিধা

 

যারা জাপানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তারা টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাই করতে পারেন। কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, ফ্রিতে পড়তে পারবেন কিনা, কি কি সাবজেক্ট আছে সবকিছু বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিচিতি

টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা TIU মূলত ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটি জাপানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বৃহত্তর টোকিও অঞ্চলে অবস্থিত এই ইউনিভার্সিটি আপনিও চাইলে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন।

বলে রাখা ভালো প্রথমদিকে এই ভার্সিটি কেবল ব্যবসা ও বাণিজ্যের ওপর কাজ করতো বা শিক্ষা প্রদান করতো। কিন্তু বর্তমানে পাঁচটি স্নাতক এবং চারটি স্নাতকোত্তর প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে এই ভার্সিটি। আর বর্তমানে ভার্সিটিতে সর্বমোট ৬০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

জাপানে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান

এবার আসি টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থানের ব্যাপারে। TIU-এর প্রধান ক্যাম্পাসটি সাইতামা প্রদেশের কাওয়াগো সিটিতে অবস্থিত। ট্রেনে চড়ে টোকিওর কেন্দ্র থেকে মাত্র ৩০ মিনিটের পথ পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন জাপানের এই বিখ্যাত ইউনিভার্সিটিটিতে। টোকিওর ব্যস্ত নগরজীবনের সুযোগ-সুবিধাসহ সবমিলিয়ে এখানকার লোকেশন এবং পরিবেশ চমৎকার।

টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সের বিবরণ

আগেই বলেছি টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একসাথে অনেকগুলি কোর্স নিয়ে কাজ করছে। আপনি ভিন্ন দেশ থেকে গিয়ে ভার্সিটিতে স্কলারশিপ করতে চাইলে আপনাকে ভর্তি হতে হবে TIU-এর ইংলিশ ট্র্যাক প্রোগ্রামে। যা E-Track নামে পরিচিত। আর আপনি চাইলে এর আন্ডারে নিম্নলিখিত ২টি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য এপ্লাই করতে পারেন। এগুলি হলো:

  • Digital Business and Innovation: এর আরেক নাম হলো ডিজিটাল ব্যবসা ও উদ্ভাবন ক্যাটাগরি। তথ্যপ্রযুক্তি ও ব্যবসায়িক দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ক্যারিয়ারের জন্যে ভালোমতো গড়ে তোলাই হলো এই ক্যাটাগরির কাজ।
  • International Relations: যারা রাজনীতি, আন্তঃদেশীয় সম্পর্ক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে ভবিষ্যতে চাকরি করতে চান, বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান তারা টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের উপর ব্যাচেলর সেরে নিতে পারেন।

বাংলাদেশ থেকে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্কলারশিপ

যারা বাংলাদেশ থেকে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্কলারশিপ করতে চান তারা কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা উপভোগের সুযোগ পাবেন। কারণ আপনাদের জন্যে ভার্সিটিতে আছে টিউশন রিডাকশন স্কলারশিপ উপভোগের ব্যবস্থা।

যার আন্ডারে আপনি ৩০% থেকে ১০০% পর্যন্ত টিউশন ফি কমিয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একাডেমিক রেকর্ড ভালো হতে হবে, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসে এক্টিভ থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ভিত্তিতে আপনাকে যোগ্য হতে হবে।

এছাড়াও মডেল ইউনাইটেড নেশনস (MUN) নামে আলাদা একটি স্কলারশিপ রয়েছে। পূর্বে এর উপর এক্সপেরিয়েন্স থাকলে আপনি খরচের মধ্যে ¥250,000 মওকুফ করিয়ে নিতে পারবেন। তবে এই সুযোগ কেবল তারাই পাবেন যারা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হবেন এবং MUN টিমে সক্রিয় অংশগ্রহণের শর্তে ভার্সিটিতে ভর্তি হবেন।

বাংলাদেশ থেকে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ

এবার আসি বাংলাদেশ থেকে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচের ব্যাপারে। প্রথম বছরে বাংলাদেশি টাকায় আনুমানিক খরচ হবে ১ লাখ ৯০ হাজার টাকার মতো। আর পুরো স্কলারশিপ সারতে সবমিলিয়ে লাগবে ১০ লাখের মতো। মনে রাখবেন এসব ক্ষেত্রে পরবর্তী বছরগুলোতে খরচ কিছুটা কমে যায়। কারণ ভর্তির ফি শুধুমাত্র প্রথম বছরই দিতে হয়। এছাড়া, বৃত্তি পেলে খরচ আরও কমে যাবে।

ইতি কথা

এই ছিলো আমাদের আজকের এই টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কিত পরিপূর্ণ আর্টিকেল। যেখানে পরিচিতি, সাবজেক্ট এবং খরচসহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য একসাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কিছুটা হলেও কাজে আসবে।

আর হ্যাঁ! যারা ভাবছেন টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন তারা টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারবেন। সেখানকার নোটিশ পেইজে সব ডিটেইলস দেওয়া আছে। হ্যাপি স্টাডিং!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ