প্রবাস থেকে ফিরে নতুন জীবন শুরু করতে গেলেই যেনো সমস্যার কোনো শেষ নেই। আর এসব সাধারণ ভুল পরবর্তীতে অনেক বড় সমস্যার কারণ হতে পারে। আরেকটু সহজভাবে যদি বলি, যদি সঠিক পরিকল্পনা না করা হয়, তাহলে সঞ্চিত অর্থ ও সময় দুটোই নষ্ট হতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হোন! জেনে নিন প্রবাসীরা দেশে ফিরে যেসব ভুল করবেন না!
প্রবাস থেকে ফেরার পর অনেকে আত্মীয়-স্বজনের চাপে বা ভুল সিদ্ধান্তের কারণে দ্রুত জমানো টাকা খরচ করে ফেলেন। এই ভুল এড়িয়ে চলুন।
এর পরিবর্তে সঠিক বাজেট করুন। দেশে ফেরার আগে হিসেব করে নেবেন কত টাকা খরচ করবেন এবং কিভাবে, কোন বিজনেসে ইনভেস্ট করবেন। আর কখনোই আত্মীয়দের চাপে পড়ে টাকা খরচ করবেন না। কারো অনুরোধে বা আবেগের বশে সঞ্চিত টাকা বিনিয়োগ করা মানেই নিজের পায়ে নিজেই কুড়াল মারা।
দেশে ফিরে প্রবাসীদের অন্যতম করা ভুল হলো না বুঝে ব্যবসা শুরু করে দেওয়া। এই কাজ করে অনেক প্রবাসী আবার পরে ক্ষতিগ্রস্তও হন। তাই আগে থেকেই কী ব্যবসা করবেন, তার চাহিদা কেমন, প্রতিযোগিতা কেমন এসব দেখে নেবেন।
আর একসঙ্গে বড় ইনভেস্টমেন্ট করবেন না। কারণ আপনি বিজনেস সেক্টরে এখনো নতুন। সো পরিচিতদের কথা শুনে বিনিয়োগ না করে নিজে ভালোভাবে যাচাই করে তবেই বিজনেসে নামুন!
অনেকে দেশে ফিরে ভুল জায়গায় জমি বা ফ্ল্যাট কিনে প্রতারিত হন। মনে করেন ভাড়ার টাকা দিয়েই বাকি জীবনটা চলে যাবে। যদিও আইডিয়াটা খারাপ না! তবে ভুল জায়গায় জমি বা ফ্ল্যাট কেনা থেকে বিরত থাকতে হলে আপনাকে আগে ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে নিতে হবে। কেনার আগে জমির দলিল, খতিয়ান, পর্চা সব যাচাই করে নেবেন।
আর অবশ্যই রিয়েল এস্টেট প্রতারণা এড়িয়ে চলবেন। এরা খুব বেশি লোভনীয় অফার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। আর হ্যাঁ! মনে রাখবেন, অন্যের নামে জমি বা ফ্ল্যাট কিনলে সমস্যা হতে পারে। তাই নিজের নামে জমি কিনুন।
এবার আসি যারা দেশে ফিরে চাকরি করতে চান তাদের ব্যাপারে! দেশে ফিরে অনেকেই চাকরির সুযোগ নষ্ট করেন বা ভুল ক্যারিয়ার বেছে নেন। যা মোটেও করা যাবে না। নিজের অভিজ্ঞতা অনুযায়ী চাকরি নেওয়ার ট্রাই করবেন।
বিদেশে যা শিখেছেন, সেটার ভিত্তিতে যদি চাকরি খুঁজে নিতে পারেন, চাকরি করে মজাও পাবেন আবার ভালো এমাউন্টও হাতে আসবে। পাশাপাশি অল্প বেতনের চাকরি নিয়ে হতাশ হবেন না। লেগে থাকলে আশা করি কাজের বা টাকার অভাব হবে না। তাছাড়া চাকরি না পেলে ফ্রিল্যান্সিং বা যেকোনো ব্যবসায় নামতে পারেন।
অনেক প্রবাসী দেশে ফিরে অনলাইন ইনভেস্ট বা ধোঁকাবাজ স্কিমের ফাঁদে পড়েন। এই ধরণের লোভনীয় অফার থেকে দূরে থাকবেন। খুব বেশি মুনাফার প্রতিশ্রুতি দেওয়া স্কিমে কখনোই টাকা দেবেন না।
মনে রাখবেন প্রবাসে দীর্ঘদিন থাকার পর দেশের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে আপনার সময় লাগতেই পারে। এ নিয়ে হতাশ হবেন না। এই সময়টাতে অতিরিক্ত বিলাসিতা করবেন না। কারণ দেশে এসে বেশি খরচ করলে দ্রুত অর্থ ফুরিয়ে যাবে।
পাশাপাশি সমাজের কে কি বললো সে ব্যাপারেও কান দেবেন না। আত্মীয়-স্বজন বা পরিচিতদের কথায় প্রভাবিত হয়ে হুট করে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনারই লস! মোটকথা দেশে ফিরে ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে জীবন সাজাতে হবে।
আশা করি প্রবাসীরা দেশে ফিরে এসব ভুল না করলেই জীবন অনেকটা সহজ হয়ে আসবে। অন্যথায় দেশে ফিরে সঠিক পরিকল্পনা না করলে অনেক সমস্যায় পড়তে পারেন। তাই আবেগের বশে ভুল সিদ্ধান্ত না নিয়ে ধীরে-সুস্থে পরিকল্পনা করুন। যেটার প্রতি আগ্রহ সেটার উপর রিসার্চ করুন। আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে সময় থাকতেই সচেতন হোন!