সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ এর জন্য যেভাবে আবেদন করবেন

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ এর জন্য যেভাবে আবেদন করবেন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ এর জন্য যেভাবে আবেদন করবেন

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ এর জন্য যেভাবে আবেদন করবেন.jpg

আপনি কি জানেন? সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপে প্রতি বছর হাজার বাঙ্গালি স্টুডেন্ট এপ্লাই করে? তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করলে এখানে চান্স পাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আর কি কি সেসব নির্দিষ্ট শর্ত তা নিয়েই থাকছে আমাদের আজকের এই গাইডলাইন। চলুন সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি পরিচিতি

SNU বা সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি হলো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। যেখানে আপনি সর্বোচ্চ মানের শিক্ষা এবং গবেষণার সুযোগ পাবেন। স্নাতক ও স্নাতকোত্তরের উপর বিভিন্ন কোর্স নিয়ে এখানে পড়াশোনার সুযোগ আছে।
সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপের ধরন
এবার আসি সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপের ধরনের ব্যাপারে। পড়াশোনার খরচ কমানোর পাশাপাশি এই ভার্সিটি বিভিন্ন সুযোগের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্টুডেন্টদের জন্য মূলত এখানে ২ ধরণের প্রধান স্কলারশিপ অফার করা হয়। এগুলি হলো:

Global Top 10 Scholarship
SNU President Fellowship

বলে রাখা ভালো Global Top 10 Scholarship তাদের জন্য যারা অনেক ভালো স্টুডেন্ট এবং ভালো একাডেমিক রেকর্ড আছে। আর এই স্কলারশিপের মাধ্যমে পূর্ণ টিউশন ফি, থাকার ব্যবস্থা এবং অন্যান্য খরচের আপদ থেকে নিজেকে মুক্ত করা যায়। বিশ্বমানের একাডেমিক রেকর্ড এবং ইংরেজিতে বুলেট হওয়ার যোগ্যতা থাকলে আপনিও এই স্কলারশিপের সুযোগ পাবেন।

অন্যদিকে SNU President Fellowship সাধারণ স্নাতক শিক্ষার্থীদের জন্য! বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কর্তৃক প্রদান করা হয় এই স্কলারশিপটি। যার মাধ্যমে আপনি কোরিয়াতে পুরো টিউশন ফি এবং থাকা, খাওয়া, আসাযাওয়াসহ এবং অন্যান্য খরচ কভার করতে পারবেন৷ সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি Graduate স্কলারশিপ
সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আরো এক ধরণের স্কলারশিপ আছে। যা Graduate Scholarship for Excellent International Students বা GSIS নামে পরিচিত। এই স্কলারশিপ শুধুমাত্র উচ্চ যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টদের জন্য৷

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপের খরচ

যারা ইতিমধ্যেই সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার চিস্তাভাবনা করছেন তারা এবার জেনে নিন সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপের খরচ মিনিমাম কত হতে পারে সে ব্যাপারে! স্কলারশিপের মাধ্যমে বেশিরভাগ খরচ কতৃপক্ষ বহন করলেও আপনাকে খরচ করতে হবে:

স্নাতকে প্রতি সেমিস্টারে সাধারণত 3,000,000 – 4,000,000 কোরিয়ান won। যা বাংলা টাকায় প্রায় ২,৩০,০০০ – ৩,০০,০০০ টাকার মতো হবে। আর যারা স্নাতকোত্তর করতে চান তাদের প্রতি সেমিস্টারে 3,000,000 – 4,500,000 কোরিয়ান won বা এর আশে পাশে গুনতে হবে।

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপের জন্য যোগ্যতা

SNU স্কলারশিপের জন্য আবেদন করার সময় যোগ্যতার পয়েন্ট হিসাবে আপনাকে যেসব বিষয় মাথায় রাখতে হবে:

১. স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ভাল ফলাফল থাকতে হবে।

২. ইংরেজিতে নিজের যোগ্যতা প্রমাণ করতে ভালো TOEFL বা IELTS স্কোর লাগবে।

৩. আবেদন করার সময় সংশ্লিষ্ট বিভাগে ভাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা চাই।

৪. স্নাতকোত্তর বা Graduate শিক্ষার্থীদের জন্য দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৫. গবেষণায় আগ্রহ এবং পূর্ববর্তী একাডেমিক প্রজেক্টের এক্সপেরিয়েন্স থাকতে হবে।

৬. সবশেষে দরকার পড়বে ভালো Recommendation Letters এবং কোয়ালিটিফুল SOP বা Statement of Purpose।

সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া

এবার আসি কিভাবে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপের জন্য আবেদন করবেন সে ব্যাপারে। শুরুতে মনে রাখবেন, SNU-তে স্কলারশিপের জন্য আবেদন করতে হলে, আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় সাধারণত অনলাইন আবেদন ফর্ম, স্মার্ট ফাইল সহ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের দরকার পড়বে। কারণ আবেদনের সময় এসব ডকুমেন্টস জমা দিতে হবে।

ইতি কথা

আশা করি এই গাইডলাইন মাথায় রেখে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারলে আপনার আবেদন এপ্রুভ হয়ে যাবে। মনে রাখবেন এই ভার্সিটিতে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে পারাটা অনেকের সবচেয়ে বড় ড্রিম। তাই কম্পিটিশনও হার্ড। নিজের উপর আস্থা রাখুন। নিয়ম মেনে আবেদন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ