ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায়

ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায়: ঘরে বসেই শিখুন ইতালি ভাষা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায়: ঘরে বসেই শিখুন ইতালি ভাষা

ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায়: ঘরে বসেই শিখুন ইতালি ভাষা.jpg

Ciao bella! এই শব্দ দুটো শোনার পর যদি আপনার মনে হয়, ভাইরে, এটা আবার কোন ভাষা, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কারণ আজ আমরা শিখব কীভাবে এক টাকাও খরচ না করে আপনি ইতালি ভাষা একেবারে ঘরে বসে শিখতে পারবেন।

বিশেষ করে যারা ইতালিতে পড়াশোনা করতে যেতে চান কিংবা কাজ করতে যেতে চান তাদের জন্য ইতালি ভাষা জেনে রাখাটা অনেক জরুরি। কিন্তু অনেকের কোর্স করার মতো সময় এবং টাকা কোনোটাই থাকে না। তাদের জন্যই আমাদের আজকের এই ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায় নিয়ে সম্পূর্ণ গাইডলাইন। সো সাথেই থাকুন!

Duolingo ব্যবহার করুন

গেম খেলতে খেলতে ভাষা শিখতে চাইলে ডুলিংগো ভালোই কাজ করবে। গেমের ব্যাপারে বলার কারণ হলো এই অ্যাপ আপনাকে লেভেল-আপের মাধ্যমে ইতালি ভাষা শিখতে সাহায্য করবে। অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপে ফ্রিতে পাওয়া যাবে এই অ্যাপ। তাছাড়া ওয়েবসাইট ব্যবহারেরও সুযোগ আছে। যার মাধ্যমে আপনি প্রতিদিন মাত্র ১০ মিনিট করে চর্চা করলেই ৯০ দিনে ৫০০+ শব্দ শিখে ফেলবেন, কোনো বাড়তি প্রেশার ছাড়াই!

YouTube

ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায় হিসাবে আপনি চাইলে ইউটিউবের সাহায্য নিতে পারেন। যারা ইংরেজি মোটামুটি পারেন তারা চ্যানেল হিসেবে Learn Italian with Lucrezia, ItalianPod101, Coffee Break Italian এই চ্যানেলগুলি ট্রাই করতে পারেন। অথবা বিভিন্ন বাংলা চ্যানেলও ফোকাস করতে পারেন, যদি ইংরেজিকে ভয় পান।

Memrise

Memrise মূলত একটি মেমোরি গেইম অ্যাপ। মেমোরি গেমে ভাষা শিখতে সাধারণত এই অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো Memrise ব্যবহার করে আপনি রিয়েল লাইফ ডায়লগ শিখতে পারবেন অ্যাকচুয়াল ইতালিয়ানদের মুখ থেকে। সো প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য এই অ্যাপ কিন্তু ভালোই কাজের!

Anki

কেমন হয় যদি বলি ছোটবেলার মতো এবার ফ্ল্যাশকার্ডে শব্দ মুখস্থ করে করেই শিখে ফেলতে পারবেন ইতালি ভাষা? হ্যাঁ! এটাও সম্ভব! যারা একটু সিরিয়াস শেখার পথে হাঁটেন, তাঁদের জন্য Anki বেস্ট প্ল্যাটফর্ম! ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ার্ডস, উচ্চারণ সহ এবং স্মার্ট এলগরিদম মনে রাখার জন্য ব্যবহার করতে পারেন এই ক্রেজি অ্যাপটি। মনে রাখবেন, ইতালি ভাষায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত ৮৫% কথাই হয় মাত্র ৭০০টি শব্দ দিয়ে! সো এই ৭০০টি শব্দ শিখতে পারলেই গেম ডান! Anki দিয়ে শিখুন এক মাসে এই ৭০০ শব্দ!

Language Exchange App

কথা বললেই শেখা হয়ে যাবে কিংবা স্পিকিং পার্টনারের সাথে ইটালি ভাষা শেখা যাবে এমন প্ল্যাটফর্ম যারা খুঁজছেন তাদের জন্য বিভিন্ন Language Exchange App পার্ফেক্ট হবে বলে আমি মনে করি। এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে Tandem, HelloTalk কিংবা Speaky অ্যাপ। এক গবেষণায় দেখা গেছে, কেউ যদি রোজ ১৫ মিনিট কথা বলেন কোনো একটি নতুন ভাষায়, তাহলে ৬ মাসে তার fluency ৬০% বেড়ে যায়! সো এই সুযোগ কাজে লাগাতে পারেন!

Podcast শুনুন

সরাসরি ফোকাস দিয়ে ইটালি ভাষা শেখার সময় না থাকলে প্রচুর পডকাস্ট শুনতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে, রাস্তায় হাঁটার সময় বা রান্না করতে করতেই এসব শোনা যায়। এক্ষেত্রে বেশকিছু ইউটিউব চ্যানেল যেমন Coffee Break Italian, 30 Minute Italian কিংবা Learn Italian with Podcasts এর সাহায্য নিতে পারেন।

Social Media Follow করুন

ইতালি ভাষা মজা করেই শেখা মানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। তবে যাদের প্রচুর সময় নষ্ট হয় এসব প্ল্যাটফর্মে তারা এই টিপস ইগনোর করবেন। সোশ্যাল মিডিয়ায় Instagram পেজ হিসাবে @italianlanguagecoach Facebook গ্রুপ হিসাবে Learn Italian Free এবং Reddit Thread এর জন্য r/learnItalian নামের এই একাউন্টগুলি ফলো করতে পারেন। আশা করি ছোট ছোট meme, joke আর quiz থেকে ইতালি ভাষা শিখতে পারলে ব্যাপারটা আর বোরিং লাগবে না।

ইতি কথা

সো যাদের হাতে সময় আছে, যাদের দরকার আছে কিংবা যারা বর্তমানে কোনো স্কিলে ফোকাস করছেন না তারা এই ফ্রিতে ইতালি ভাষা শেখার উপায়গুলি ফলো করে ইতালি ভাষা শিখে রাখতে পারেন।

এমনও অনেক স্কিলড মানুষ আছে যারা কোভিডের সময় Duolingo দিয়ে শিখতে শুরু করলো ইতালি ভাষা! ৬ মাস পরে দেখা গেল, তারাই আবার অনলাইন ফ্রিল্যান্সিং করছে ইতালিয়ান ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে। সো কোনো স্কিলই ফেলনা না। এই ভাষা আপনাকে ভালো স্কলারশিপ পেতে, ভালো ক্লায়েন্ট পেতে, ভালো জব পেতে কিংবা ভালো ট্যুর নিশ্চিত করতে শতভাগ সাহায্য করবে।

আবার অনেকে ফ্রিতে ভাষা শেখা শোনার ব্যাপারে শুনলে বলে, এসব সম্ভব না! কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র ১৫ মিনিট দেন, তাহলেই হবে। বিশেষ করে ৩০ দিনে ৩০০+ শব্দ,  ৬০ দিনে ছোট ছোট বাক্য এবং ৯০ দিনে মোটামুটি ফ্লুয়েন্ট কথাবার্তা শুরু করে দিতে পারলেই আপনি সফল! সো বি ফোকাসড!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ