বিদেশে পড়তে যাবো, কিন্তু খরচ? এই চিন্তায় অনেকেই বিদেশে স্কলারশিপ করার কথা ভাবেই না। আর এই প্রশ্নেই আটকে যায় হাজারো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন। কারণ ভিসার ঝামেলা, টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ, আর পরিবারের কাছ থেকে দূরে থাকার চাইতে দেশেই পড়াশোনা করা ভালো৷ কিন্তু আপনি যদি জানতেন, জাপান সরকার নিজ হাতে আপনাকে টিকিট ধরিয়ে বলছে, আসো, পড়ো, আমরা সব দিচ্ছি…তাহলে কি করবেন? হ্যাঁ! তেমনটাই ব্যবস্থা করা হয়েছে টোকিওর মেক্সট স্কলারশিপে। বিস্তারিত জানতে সাথেই থাকুন।
শুরুতেই চলুন মেক্সট স্কলারশিপ কী সে-সম্পর্কে আলোচনা করি। MEXT-এর ফুল ফর্ম হলো Ministry of Education, Culture, Sports, Science and Technology of Japan। বাংলায় বললে…জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বিশাল মানের স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে মূলত জাপান সরকার নিজ খরচে আপনাকে জাপানে নিয়ে গিয়ে পড়াশোনা করাবে, আপনার খরচ দেবে এবং মাসে মাসে আপনাকে টাকাও দেবে। অবাক হবার কিছু নেই। এটাই সায়েন্স!
এবার আসি মেক্সট স্কলারশিপে আবেদনের যোগ্যতা কিরকম সে ব্যাপারে। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে তা আগে থেকেই নির্ধারণ করা হয় কিছু পয়েন্টের সাহায্যে। তাছাড়া মেক্সট স্কলারশিপে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, টেকনিক্যাল কলেজ, স্পেশালাইজড ট্রেনিং ইত্যাদি। তাই আবেদন করার আগে এসব ক্যাটাগরি অনুযায়ী কারা আবেদন করতে পারবে তা জেনে নিতে হবে। যেমন:
মেক্সট স্কলারশিপে সুবিধার কথা লিখে শেষ করা যাবে না। যার কারণে অনেকে মেক্সট স্কলারশিপ সম্পর্কে জানতে চাইলে আমি বলি সোনার হরিণ নিয়ে অতিরিক্ত কিছু বলার দরকার পড়ে না৷ কারণ এই স্কলারশিপে যত সুবিধা আছে, তা অনেক প্রাইভেট স্কলারশিপে কল্পনাই করা যায় না। যেমন:
মেক্সট স্কলারশিপে আবেদন করতে হলে আপনাকে জাপানের দূতাবাসের ওয়েবসাইটে যেতে হবে। বাংলাদেশে হলে যেতে হবে এই ঠিকানায় bd.emb-japan.go.jp। আবেদন প্রক্রিয়ায় যা যা থাকে:
মনে রাখবেন, জাপানের ইউনিভার্সিটিগুলোর গ্লোবাল র্যাংকিং ভালো। তাছাড়া জাপানিজ প্রযুক্তি, রিসার্চ ও ডেডিকেশন লেভেল বিশ্বে সেরা মানের৷ আর আপনি যদি সুশি, রামেন, আনিমে, চেরি ব্লসম আর ফুজি পাহাড়ের বিগ ফ্যান হোন তাহলে তো কথাই নেই। আর সবচেয়ে বড় কথা, একটা ফ্রি বিদেশি ডিগ্রি আপনার লাইফ চেইঞ্জ করে দিতে পারে।