শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

কানাডা যাওয়ার সহজ উপায়

কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস 

কানাডার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে স্নোফল, ঠান্ডা একটি দেশ এবং হাই লাইফস্টাইল। সাথে হাই পেয়িং জবের জন্যেও কানাডার যেনো জুড়ি মেলা ভার। কিন্তু অনেকেই মনে করেন বাংলাদেশ থেকে কানাডায় যাওয়ার মতো কঠিন কাজ দুনিয়াতে হতো আরেকটি নেই! অথচ কানাডা যাওয়ার সহজ উপায় সম্পর্কে আইডিয়া থাকলে কাজটা পানির মতো সহজ। আসুন আজ এব্যাপারে বিস্তারিত কথা বলি।

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সহজ কিছু উপায়

স্টাডি পারমিশন: স্টুডেন্ট ভিসা

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো স্টুডেন্ট ভিসা। আপসি চাইলে ফ্রিতেও কানাডায় পড়াশোনা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের হোস্ট করা স্কলারশিপগুলির ব্যাপারে প্রচুর রিসার্চ করতে হবে এবং নিজেকে প্রস্তুত করে নিতে হবে। কানাডায় পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি চাইলে পার্ট টাইম জবও করতে পারেন।

যোগ্যতা

  • নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান (DLI) থেকে অ্যাডমিশন লেটার পেতে হবে
  • লেখাপড়া, থাকা-খাওয়ার খরচসহ সবকিছু বহন করতে পারবেন এই ধরণের ব্যাংক স্ট্যাটম্যান্ট
  • আপনার কোনো অপরাধমূলক রেকর্ড না থাকার প্রমাণ হিসাবে পুলিশ সার্টিফিকেট 
  • শারীরিকভাবে আপনি ফিট এই মর্মে হেল্থ টেস্টের প্রমাণ 
  • পড়াশোনা শেষে কানাডা ত্যাগ করার প্ল্যানিও শো করাতে হবে

যারা কানাডায় পড়াশোনা করতে চান তাদের মাস্ট স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার পেতে হবে এবং কানাডা হাইকমিশনে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হবে।

টেম্পোরারি ভিসা: ভিজিটর ভিসা

কানাডা যাওয়ার সহজ উপায় হিসাবে আপনি ভিজিটা ভিসাও ট্রাই করতে পারেন। যা টেম্পোরারি ভিসা হিসাবে কাজ করতে। অর্থ্যাৎ বেশিদিন এই ভিসার আন্ডারে আপনি কানাডায় থাকতে পারবেন না। ভ্রমণ, ব্যবসা বা পরিবারিক উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আপনাকে এই ভিসার জন্য এপ্লাই করতে হবে।

যোগ্যতা

  • থাকতে হবে একটি বৈধ পাসপোর্ট
  • ভ্রমণের সঠিক উদ্দেশ্যের ব্যাপারে ক্লিয়ার হতে হবে
  • আপনার কানাডায় থাকার জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে
  • আপনি যে কোনো অপরাধমূলক কাজে নেই তার রেকর্ড দিতে হবে
  • বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য পরিবার, চাকরি বা সম্পত্তি প্রমাণ দিতে হবে 

যারা ভিজিটর ভিসায় কানাডা যেতে চান তারা ভিজিটর ভিসার জন্য আবেদনপত্র পূরণ করে অনলাইনে এপ্লাই করুন। ভিসা ফি পরিশোধ করার পর আপনাকে কিন্তু ইন্টারভিউর জন্যেও ডাকা হতে পারে।

এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম: পার্মান্যান্ট ভিসা

এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম হলো এমন একটি সিস্টেম যার সাহায্যে আপনি কানাডার স্থায়ী বাসিন্দা হতে পারবেন। তবে আপনাকে এক্ষেত্রে যেকোনো একটি সেক্টরে সিক্লড হতে হবে। বলে রাখা ভালো এই সিস্টেমটি কম্প্রিহেনসিভ র‍্যাংকিং সিস্টেম (CRS) নামে একটি পয়েন্ট ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে থাকে। বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতার উপর আপনাকে এই পয়েন্ট দেওয়া হবে।

যোগ্যতা

  • আবেদনকারীর বয়স অবশ্যই ১৮-৩৫ বছর হতে হবে
  • শিক্ষা হিসাবে থাকতে হবে যেকোনো একটি ডিগ্রি বা ডিপ্লোমা
  • শিক্ষা না থাকলে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট
  • কানাডা বা অন্য কোথাও অন্তত এক বছরের দক্ষ কাজের অভিজ্ঞতা
  • ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা
  • IELTS বা CELPIP এ থাকতে হবে ভালো পয়েন্ট
  • অ্যাডাপটেবিলিটি হিসাবে পারিবারিক বা চাকরি সম্পর্কিত ডকুমেন্টস 

আপনি যদি কানাডায় জব করতে চান এবং আপনার যদি ভালো স্কিল থাকে সেক্ষেত্রে এই সিস্টেমটি ট্রাই করতে পারেন। অনলাইন প্রোফাইল ফিলআপ করলে আপনার যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতার উপর ভিত্তি করে আশা করি সুযোগ পেয়ে যাবেন।

প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রাম: PNP সিস্টেম

PNP সিস্টেম বা প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রাম হলো তাদের জন্য যারা কানাডার কোনো একটি প্রদেশে পার্মান্যান্টলি থাকার জন্য চেষ্টা করতে চান। বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে বিশেষ মানদণ্ডের উপর ভিত্তি করে এই প্রোগ্রামের আন্ডারে স্থায়ী বাসিন্দা হওয়ার পারমিশন দেওয়া হয়। তবে হ্যাঁ! দক্ষতা, শিক্ষা এবং কাজের অভিজ্ঞতা না থাকলে এখানে আবেদন করতে পারবেন না।

যোগ্যতা

  • কানাডার যেকোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার
  • আপনার দক্ষতা, শিক্ষা এবং কাজের অভিজ্ঞতা
  • আপনার আর্থিক প্রমাণ 

আপনি যে প্রদেশে বসবাস করতে চান, সে প্রদেশের নির্দিষ্ট মানদন্ড জেনে তা নিজের মধ্যে আছে কিনা চেক করে দেখুন। সবকিছু ঠিক থাকলে তবেই আবেদনের প্ল্যানিং করবেন।

ফ্যামিলি স্পনসরশিপ: স্পনসরশিপ প্রোগ্রাম

আপনার যদি কানাডায় কোনো স্থায়ী পরিচিত বা পরিবারের সদস্য থাকে তাহলে আপনি পারিবারিক স্পনসরশিপ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পরিবারের সদস্য হিসাবে স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা, বা দাদী/দাদী যে কাউকে কানাডার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে।

যোগ্যতা

  • স্পন্সরের সাথে সম্পর্ক হতে হবে স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা ইত্যাদির 
  • স্পনসরকে প্রমাণ করতে হবে যে তার আর্থিক সক্ষমতা রয়েছে 
  • স্পন্সরড সদস্যকে সাহায্য করার জন্য স্পনসরকে প্রমাণ দিতে হবে 
  • স্পন্সরড সদস্যকে মেডিকেল, সিকিউরিটি পাস করতে হবে
  • স্পন্সরড সদস্যকে ব্যাকগ্রাউন্ড চেক পাস করতে হবে

এই উপায়ে কানাডায় যেতে হলে সেই নাগরিক বা স্থায়ী বাসিন্দার ডকুমেন্টসসহ আপনাকে স্পনসরশিপের জন্য আবেদন করতে হবে।

স্টার্ট-আপ ভিসা প্রোগ্রাম

স্টার্ট-আপ ভিসা প্রোগ্রাম শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য। অনেকেই কানাডায় নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে চান। যদি আপনার আইডিয়া ভালো হয়, স্কেলযোগ্য এবং চাকরি তৈরি করতে পারে এমন আইডিয়া থাকে সেক্ষেত্রে এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন৷ আপনি চাইলে এই প্রোগ্রামের আন্ডারে কিন্তু পার্মান্যান্টলিও কানাডায় থাকতে পারবেন।

যোগ্যতা

  • ভালো একটি বিজনেস আইডিয়া থাকতে হবে
  • নির্ধারিত কানাডিয়ান প্রতিষ্ঠান দ্বারা এপ্রুভড হতে হবে
  • কানাডায় বসবাসকারী নিজের এবং পরিবারের খরচ চালানোর জন্য যথেষ্ট আর্থিক সক্ষমতা
  • ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা

অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম: AIP

অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম বা AIP হলো তাদের জন্য যারা কানাডার আটলান্টিক অঞ্চলে থাকতে চান বা যেতে চান। এই এরিয়াগুলির মধ্য মূলত পড়বে নোভা স্কোটিয়া, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর, এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। আপনি যদি দক্ষ কর্মী বা ভালো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোন সেক্ষেত্রে এই অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম (AIP) এর জন্য আবেদন করতে পারেন।

যোগ্যতা

  • আটলান্টিক অঞ্চলের কোনো নির্ধারিত নিয়োগকর্তা থেকে চাকরির অফার
  • চাকরির সাথে যায় এমন শিক্ষাগত যোগ্যতা
  • কাজের অভিজ্ঞতা 
  • ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা

যারা এই অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের আন্ডারে কানাডা যেতে চান তারা জব পেতে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন৷ তাছাড়া এসব অঞ্চলে কাজের সুবিধা, থাকার সুবিধা নেহায়েত কম নয়!

ইতি কথা

আজ আলোচিত এসব উপায় ছাড়াও কানাডা যাওয়ার সহজ উপায় হিসাবে আরো অনেক অপশন আপনি অনলাইনে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার কাজের সাথে, স্কিলের সাথে এবং উদ্দেশ্যের সাথে কোন উপায়টি বা প্রোগ্রামটি স্যুট করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ