সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ
সন্তানদের শিক্ষিত করার পর অনেক মা-বাবা নিঃসঙ্গ হয়ে পড়েন, যা সমাজে একটি সাধারণ কিন্তু গভীর বিষয়। এর কারণগুলো অনেক জটিল এবং জীবনের নানা দিককে স্পর্শ করে।
সন্তানদের শিক্ষিত করে তোলা মা-বাবার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এবং আনন্দের বিষয়। তবে সন্তানদেরও উচিত মা-বাবার অবদান এবং তাদের অনুভূতিগুলোকে সম্মান জানানো। পরিবার একে অপরের প্রতি যতটা যত্নশীল হবে, সম্পর্ক ততটাই সুন্দর এবং অর্থবহ হবে।