সোনায় কোরানের বাণী নিষিদ্ধ করল সৌদি আরব

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
সোনায় কোরানের বাণী নিষিদ্ধ করল সৌদি আরব

মানুষের সাজসজ্জার অন্যতম মাধ্যম হলো অলংকার, যা মানুষের দৈহিক সৌন্দর্য্য বৃদ্ধি করে। পৃথিবীর প্রায় সব জাতি অলংকার ব্যবহার করে। তবে প্রায় সময় সোনা বা ধাতুর অলংকারে কোরানের আয়াত খোদাই করতে দেখা যায়। এবার সেটা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব।

ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের অবমাননা রুখতে আরও কঠোর হল সৌদি আরব। সোনা বা যেকোনো ধাতুর অলংকারে পবিত্র কোরানের আয়াত লেখা নিষিদ্ধ করা হয়েছে সে দেশে।সৌদি আরবের বাণিজ্য মন্ত্রক গয়নার ওপর কোরানের আয়াত লেখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়েখ একটি বিবৃতিতে জানান, এই ধরনের গহনা তাজিব হিসবে ব্যবহার করার আশঙ্কা রয়েছে; যা ইসলামে নিষিদ্ধ।তিনি আরও বলেন,সোনার আইটেমগুলিতে এই জাতীয় খোদাই কোরানের আয়াতগুলির পবিত্রতাকে অবমূল্যায়ন করে এবং পরিধানকারীরা টয়লেটে প্রবেশ করলে তা কোরানকে অবমাননা সমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ