২০৩৪ সালের বিশকাপ

সৌদি আরব ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
সৌদি আরব ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়
সৌদি আরব ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিষয়টি জানিয়েছে। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএসএফ) এ বিষয়টি নিশ্চিত করে।

দেশটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করে সৌদি আরব। সে লক্ষ্যেই সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামার সিদ্ধান্ত গ্রহণ করে।

গেল পাঁচ বছরে প্রায় ৫০টির মতো আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে আয়োজন করে আলোচিত হয় সৌদি আরব। সেসব ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, মোটরস্পোর্টস, টেনিস, ঘোড় দৌড়, এস্পোর্টস এবং গলফ। খেলাধুলার প্রতি তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বিশ্বকাপ আয়োজন করতে তেল সমৃদ্ধ দেশটি উঠেপড়ে লেগেছে।

সৌদি আরবের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির ক্রীড়া মন্ত্রী এবং সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, ‘২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করতে পারলে সেটি আমাদেরকে বিশ্ব ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানীয় দেশ হিসেবে স্থান পেতে সাহায্য করবে। দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ