সৌদি আরবের কোচ হলেন ইতালির কোচ রবার্তো মানচিনি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

সৌদি আরব ফুটবল দলের কোচ নিয়োগ পেলেন হিনাবে রবার্তো মানচিনি। তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে সৌদি আরবের ফুটবল সংস্থা। জুলাই মাসে হঠাৎ ইটালির কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন এই মানচিনি।

সৌদি আরবকে এশিয়ান কাপ জেতাতে চান মানচিনি

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। এশীয় ফুটবলের অন্যতম সেরা শক্তি তারা। ২০২০ সালে ইটালিকে ইউরো চ্যাম্পিয়ন করা মানচিনিকে নতুন কোচ হিসাবে বেছে নিল রিয়াদ।

যদিও মানচিনি কাতার বিশ্বকাপের মূলপর্বে ইটালিকে তুলতে ব্যর্থ হয়েছিলেন। চুক্তি অনুযায়ী বছরে ২৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন তিনি।

এদিকে দ্য হিন্দু জানিয়েছে, সৌদি আরবের দায়িত্ব পেয়ে খুশি মানচিনি। তিনি বলেছেন, ‘সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। বিশ্বাস করি, এটা আমার জন্য বড় একটা সুযোগ। নতুন একটা দেশের ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা হবে। এশিয়ায় এখন ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। এই সময় কাজ করতে পারার সুযোগ পেয়ে ভাল লাগছে।’

সৌদি প্রো লিগ নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই নতুন কোচ। মানচিনি বলেন, ‘সৌদির লিগে এখন বিশ্বের প্রথমসারির ফুটবলাররা খেলছে। এর সুফল পাবে জাতীয় দলও।’

গত জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপর করিম বেনজেমা, নেইমারের মতো তারকারাও যোগ দিয়েছেন বিভিন্ন ক্লাবে।

মোহাম্মদ সালাহও লিভারপুল ছেড়ে সৌদির ক্লাবে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সবমিলিয়ে কাতার বিশ্বকাপের পর নতুন জোয়ার এসেছে সৌদির ফুটবলে। তাকে কাজে লাগিয়েই সৌদি আরবের জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মানচিনি।

জুলাইয়ের শুরুর দিকে অনূর্ধ্ব ২১ এবং অনূর্ধ্ব ২০ জাতীয় দলের দায়িত্ব মানচিনিকে দিয়েছিলেন ইটালির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। কিন্তু, জুলাই মাসে হঠাৎ ইস্তফা দেন তিনি।

তখনই শোনা গিয়েছিল, তার কাছে সৌদি আরবের বিশাল টাকার প্রস্তাব রয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছিলেন মানচিনি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ