জেনে নিন প্রবাসীদের জন্য কোন দেশ ভালো

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
প্রবাসী

 

 

যারা প্রবাসজীবন নিয়ে ভাবছেন কিংবা যে দেশে বর্তমানে আছেন সেখান থেকে ভালো কোনো দেশ পছন্দ করবার কথা ভাবছেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল। যেখানে থাকবে প্রবাসীদের জন্য কোন দেশ ভালো সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সঠিক গাইডলাইন। 

google newsFollow us on google news

প্রবাসীদের জন্য কোন দেশ ভালো? 

প্রবাসীদের জন্য কোন দেশ ভালো তা নিয়ে আলোচনার পূর্বে জানিয়ে রাখি বাংলাদেশী প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি হলো সৌদি আরবে। বর্তমানে উইকিপিডিয়াসহ বিভাব তথ্য ঘাটাঘাটি করে জানা যায় সৌদি আরবে সর্বমোট আনুমানিক ১৩ মিলিয়ন বাংলাদেশী প্রবাসী বসবাস করছে। এ-থেকে বোঝা যায় দেশটিতে বাংলাদেশী প্রবাসীরা মোটামুটি ভালোই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন দেশ ভালো

যাইহোক। প্রবাসীদের জন্য কোন দেশ ভালো তা জানতে নিচের তথ্যগুলিতে ফোকাস করুন। আশা করি নিজের ক্ষেত্রে সঠিক তথ্য বা উত্তর পেয়ে যাবেন। 

সৌদি আরব প্রবাসীদের সুবিধা 

আপনি জেনে অবাক হবেন বাংলাদেশসহ বিশ্বে প্রবাসী কর্মীদের কিন্তু সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় সৌদি আরবে। যারা কম কাজ করে অনেক অর্থ আয় করতে প্রবাসে যেতে চান তারা সৌদি আরবকে বাছাই করতে পারেন।

এছাড়াও বর্তমানে কিন্তু বাংলাদেশী প্রবাসী হিসাবে সৌদি আরবের নাগরিকত্বও অর্জন করার সুযোগ রয়েছে। কারণ সৌদি আরব সরকার চায় নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে। 

বর্তমানে কিন্তু বেতনের দিক দিয়ে সৌদি আরবের বার্ষিক গড় বেতন ৩ শতাংশ কমে গেছে। কিন্তু তবুও বাংলাদেশী প্রবাসীরা সবচেয়ে বেশি আয় করতে পারছে সৌদি আরব থেকেই। সুতরাং প্রবাসীদের জন্য কোন দেশ ভালো প্রশ্নের উত্তরে আমরা সৌদি আরবকে শুরুতেই রাখতে পারি। 

কাতার প্রবাসীদের সুবিধা

এখনো পর্যন্ত প্রায় চার লাখ বাংলাদেশি মানুষের বসবাস এই কাতারে। যেখানের সবচেয়ে বড় অংশ বাংলাদেশী প্রবাসী হিসাবে কাজ করছে দেশটিতে। 

কাজ করতে পারলে কিংবা দক্ষ হলে উপযুক্ত বেতন ও বকশিশ, পরিবারের সদস্যদের খুব সহজেই কাতারে নিয়ে যেতে পারার সুযোগসহ বর্তমানে কাতার কতৃপক্ষ বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। যা আগের পরিস্থিতি থেকে প্রবাসীদের আরো ভালো রাখতে সর্বোচ্চ সাহায্য করছে। 

তবে যারা প্রবাসী হিসাবে কাতারে কাজ করতে যেতে চান তাদের জেনে রাখা উচিত যে, কাতারে কর্মরত বিদেশি শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কাজ করে থাকে। আপনি নিজেই যদি সাদরে জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজ করতে রাজি হোন সেক্ষেত্রে প্রবাসী হিসাবে দেশটিতে কাজ করতে যেতে পারেন। 

মালয়েশিয়া প্রবাসীদের সুবিধা 

প্রবাসীদের জন্য কোন দেশ ভালো, প্রশ্নের উত্তরে বিভিন্ন কারণে আমরা কিন্তু মালয়েশিয়ার কথা বলতে পারি। কারণ বলতে মূলত বিভিন্ন সুবিধাকে বুঝিয়েছি। 

এসব সুবিধার মাঝে সে সুবিধাটি সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করা হয় সেই সুবিধাটি হলো কর্মকালীন দুর্ঘটনা বা কাজের কারণে শারীরিক সমস্যা হলে চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তাছাড়া দেশটিতে একজন বাঙালি প্রবাসী হিসাবে সংগত কিছু কারণে আপনি ফ্রিতে চিকিৎসাও করানোর সুযোগ পাবেন। 

বিশেষ করে মালয়েশিয়ায় যারা আপনাকে কাজের জন্যে নিয়ে যাবে তারাই মূলত আপনার মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা ও কল্যাণ ইত্যাদি নিশ্চিত করতে কাজ করবে। 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

সরকারিভাবে ফ্রিতে কিভাবে বিদেশে যাওয়া যায়? 

সরকারিভাবে ফ্রিতে বিদেশে যেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো লটারি জিততে হবে বা স্কলারশিপ পেতে হবে। এছাড়া ফ্রিতে বিদেশে যাবার আলাদা কোনো রাস্তা নেয়। আর যদি আলাদা কোনো রাস্তা পেয়েও যান, সেক্ষেত্রে তা থেকে ১০০ হাত দূরে থাকুন। কারণ আপনার এই নতুন রাস্তা দালালের সাহায্যে আপনার জীবনকেই ধ্বংস করে দেবে। 

আশা করি ভবিষ্যৎ একজন প্রবাসী হিসাবে প্রবাসীদের জন্য কোন দেশ ভালো তা ইতিমধ্যেই বুঝে নিয়েছেন। আপাতত সুযোগ-সুবিধার দিক দিয়ে আমাদের বাঙালিদের জন্যে এসব দেশই সবচেয়ে বেশি উপযুক্ত। তবে ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো অন্যান্য দেশেও কিন্তু উল্লেখযোগ্য প্রবাসীর দেখা মিলবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ