শিরোনাম:
পুরাতন মোবাইল থেকে সব সেটিংস এবং ডাটা নতুন মোবাইলে সেন্ড করার উপায়। বাংলাদেশ থেকে ভারতের IIT বা Indian Institutes of Technology তে স্কলারশিপ করুন নামমাত্র খরচে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই করণীয় বিষয়সমূহ সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং কিভাবে কাজ পাবেন  অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম: অনলাইনে বিমান টিকিট কাটার বিশ্বস্ত প্ল্যাটফর্ম  শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস  ইতালি ভিসা খরচ | ইতালি ভিসার ধরনসমূহ | আবেদনের উপায়  কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনে যা যা করবেন

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং কিভাবে কাজ পাবেন 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং কিভাবে কাজ পাবেন 

সৌদি আরব মানেই মরুভূমির বালির উপর রুটি-রুজির খোঁজ। আরবের সূর্য যতই তেজি হোক, টাকার অঙ্কটা কিন্তু বেশ শীতল অনুভূতি দেয়! উন্নত জীবনযাত্রা, করমুক্ত আয় আর ট্যাক্স-ফ্রি বেতনের সুবাসে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি সেখানে পাড়ি জমায়।

কিন্তু চিন্তা একটাই এবং সেটি হলো সৌদি আরবে কোন কাজের বেতন বেশি, আদৌ সৌদি আরবে গিয়ে প্রয়োজন অনুযায়ী টাকা কামাতে পারবো তো? সবকিছুর উত্তর থাকছে আমাদের আজকের এই লেখাতে। সাথেই থাকুন।

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি পাওয়া যায়? 

সৌদি আরব মানেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কাজের মার্কেট। এখানে কাজের কোনো অভাব নেই। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ সৌদি আরবে পাড়ি জমায় ভালো কাজ ও বেশি বেতনের আশা।

তবে “যেকোনো কাজ হলেই হবে” এমন ভাবনা থাকলে বিপদে পড়তে পারেন। কারণ, সৌদি আরবে ভালো বেতনের চাকরি নির্ভর করে দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ওপর। চলুন তবে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি পাওয়া যায়, কীভাবে চাকরি পাওয়া যায় এবং কীভাবে প্রস্তুতি নিলে বেশি আয় করা সম্ভব তা নিয়ে আলোচনা করি।

ডাক্তার

যাদের ডাক্তারি সার্টিফিকেট আছে তারা সৌদি আরবে গিয়ে ভালোই ইনকাম করতে পারেন। এক্ষেত্রে নতুন ডাক্তার হিসাবে ৪.৪ লাখ টাকা, অভিজ্ঞ ডাক্তার হিসাবে ৮.৮ লাখ টাকা এবং বিশেষজ্ঞ বা কনসালট্যান্ট ডাক্তার হিসাবে আয় করতে পারেন মাসে ১৪.৭ লাখ টাকাও বেশি।

আর সৌদি আরবের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আপনি যথেষ্ট পরিমাণে কাজের সুযোগ পেয়ে যাবেন। তবে হ্যাঁ! এক্ষেত্রে অবশ্যই আপনার সৌদি প্রোফেশনাল লাইসেন্স সেন্টার মানে Saudi Commission for Health Specialties (SCFHS) থেকে লাইসেন্স নিতে হবে।

ইঞ্জিনিয়ার

ডাক্তারদের পাশাপাশি ইঞ্জিনিয়ারদেরও কপাল খুলে যাবে সৌদি আরবে। সেখানে একেকজা জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতন ২.৩ লাখ টাকা, সিনিয়র ইঞ্জিনিয়ারের বেতন ৪.৪ লাখ টাকা এবং একজন মোটামুটি মানের প্রজেক্ট ম্যানেজারের বেতন ৭.৩ লাখ টাকার মতো। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসাবে সৌদি আরবে যেতে পারেন তাহলে বলবো কাজের সুযোগের কোনো অভাব হবে না।

যারা দ্রুত চাকরি পেতে চান তারা অবশ্যই দেশ থেকে BSc in Engineering এর উপর ডিগ্রি অর্জন করে যাবেন। সাথে সৌদি ইঞ্জিনিয়ারিং লাইসেন্স কালেক্ট করে নেবেন। বলে রাখা ভালো এই লাইসেন্স কিন্তু আপনাকে Saudi Council of Engineers (SCE) থেকে কালেক্ট করে নিতে হবে।

আইটি স্পেশালিস্ট 

এবার আসি আইটি স্পেশালিস্টের ব্যাপারে। যারা সফটওয়্যার ডেভেলপার হিসাবে কাজ করবেন তারা সৌদি আরবে মাসে ২.৯ লাখ টাকা, সাইবার সিকিউরিটি স্পেশালিস্টেরা ৫.৯ লাখ টাকা, ডাটা সায়েন্টিস্ট / AI বিশেষজ্ঞরা ৮.৮ লাখ টাকার চাইতেও বেশি ইনকাম করতে পারবেন। আইটি, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন পজিশনে কিন্তু সৌদিতে নিয়মিত অসংখ্য কর্মী নিচ্ছে।

আপনি চাইলে এই সুযোগকে কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে যাদের BSc in Computer Science / IT সার্টিফিকেট আছে তাদের কাজ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট যেমন CCNA, AWS, Google Cloud, CISSP থাকলে বেতন বেশি পাবেন। আর এই সেক্টরে সুবিধা হিসাবে আপনি রিমোট জবের সুযোগ, প্রজেক্ট ভিত্তিক বোনাস এবং দ্রুত প্রমোশনের সুযোগও পাবেন।

ড্রাইভার ও কনস্ট্রাকশন ওয়ার্কার 

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি প্রশ্নের উত্তরে আমরা ড্রাইভার ও কনস্ট্রাকশন ওয়ার্কারদের কাজের কথাও বলতে পারি। এক্ষেত্রে প্রাইভেট ড্রাইভার মাসে ৫৮ হাজার টাকা, একজন ট্রাক/লোডার ড্রাইভার ১.১ লাখ টাকা এবং একজন কনস্ট্রাকশন ওয়ার্কার মাসে ৪৪ হাজারেরও বেশি টাকা ইনকাম করতে পারেন।

এক্ষেত্রে যারা ড্রাইভিং করবেন ভাবছেন তারা দেশে থেকেই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স (PDL) কালেক্ট করে নেবেন। আর যাদের ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা আছে তারা সেই স্কিলকে আরো ঝালিয়ে তবেই বিদেশে পাড়ি জমাবেন।

ইতি কথা

মনে রাখবেন সৌদি আরবে ভালো বেতন মানেই দক্ষতা ও অভিজ্ঞতা। এই দুইটি জিনিস আপনার যতবেশি থাকবে আপনার কাজের বেতন ততবেশি বাড়বে। তাই যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করুন। সঠিক তথ্য সংগ্রহ করুন এবং ভুয়া এজেন্সির ফাঁদ থেকে নিজেকে সবসময় সেইফ জোনে রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ