শিরোনাম:
জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস  ইতালি ভিসা খরচ | ইতালি ভিসার ধরনসমূহ | আবেদনের উপায়  কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনে যা যা করবেন কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত 

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস 

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস

জার্মানি ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ। বিশেষ করে স্কলারশিপের জন্যে৷ উচ্চশিক্ষা গ্রহণের জন্য যারা জার্মানিকে চুজ করতে চান তাদের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পর্কে মাস্ট আইডিয়া রাখা উচিত। মোটকথা যদি আপনি জার্মানিতে পড়াশোনা করতে চান, তবে আপনাকে জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতাসহ সবকিছুর ব্যাপারে জেনে রাখতে হবে। আর তা নিয়েই আমাদের আজকের এই লেখাটি। সাথেই থাকুন।

জার্মানিতে স্টুডেন্ট ভিসা কী?

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা সম্পর্কে জানতে এবং বুঝতে চলুন জার্মানিতে স্টুডেন্ট ভিসা কি, কিভাবে কাজ করে সে-সম্পর্কে জানি৷ একেবারে সোজা বাংলায় জার্মানিতে পড়াশোনার জন্য যে ভিসা প্রয়োজন হয় তাকে “জার্মান স্টুডেন্ট ভিসা” বলা হয়। তবে এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা নয়! এর পাশাপাশি আপনাকে কিছু নির্দিষ্ট শর্তাবলীও পূর্ণ করতে হবে।

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা হিসাবে আপনার থাকতে হবে:

শিক্ষাগত যোগ্যতা

জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে বেশি ফোকাস করে কতৃপক্ষ। এক্ষেত্রে থাকতে হবে অনার্স বা সমমানের একটি ডিগ্রি। মনে রাখবেন যদি আপনি জার্মানিতে ব্যাচেলর ডিগ্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার দেশের সমমানের উচ্চমাধ্যমিক ডিগ্রি অর্থ্যাৎ ইন্টারমিডিয়েট পাশ করতে হবে।

আবার যারা জার্মানিতে মাস্টার্স বা পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করবেন বলে ভাবছেন তাদের জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য রিলেটেড ডকুমেন্টের ব্যবস্থা করতে হবে।

ইংরেজি বা জার্মান ভাষার দক্ষতা

এবার আসি ভাষা দক্ষতার ব্যাপারে৷ জার্মানিতে ইংরেজি বা জার্মান ভাষায় উচ্চশিক্ষা নেওয়ার জন্য আপনাকে TOEFL (Test of English as a Foreign Language) বা IELTS (International English Language Testing System) পরীক্ষায় নির্দিষ্ট স্কোর অর্জন করতে হবে। এক্ষেত্রে সাধারণত, ৬.৫ বা তার উপরে IELTS স্কোর লাগতে পারে৷

আর যদি আপনার কোর্সটি জার্মান ভাষায় হয়ে থাকে, তবে আপনাকে TestDaF (Test Deutsch als Fremdsprache) অথবা DSH (Deutsche Sprachprüfung für den Hochschulzugang) পরীক্ষার মাধ্যমে জার্মান ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে।

ফিনানশিয়াল প্রুফ

জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতায় কিন্তু ফিনানশিয়াল প্রুফ বেশ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার জার্মানিতে স্কলারশিপ করার ফিনানশিয়াল সক্ষমতা আছে। যা পরবর্তীতে আপনার থাকা, খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে সাহায্য করবে।

মনে রাখবেন জার্মানির স্টুডেন্ট ভিসায় সাধারণত প্রতি মাসে প্রায় ১০,০০০ ইউরো বা প্রতি বছর প্রায় ১২০০০ ইউরো অর্থ থাকবার প্রমাণ দিতে হতে পারে। এক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্টের প্রুফ দিতে হবে।

বয়স ও নাগরিকত্ব

শুরুতেই বলে রাখি জার্মানিতে স্টুডেন্ট ভিসা আবেদনকারী বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে যারা তারা ভালো অগ্রাধিকার পাবেন। যদিও কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশি বয়সী শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেতে পারে। আর নাগরিকত্বের ব্যাপারে বলবো একজন বাংলাদেশী হিসাবে এই ভিসা পেতে আপনাকে খুব একটা বেগ পেতে হবে না।

জার্মানিতে স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া

মনে রাখবেন স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য প্রথমে আপনাকে জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, সেগুলির ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করতে হবে তা জেনে নেবেন। পাশাপাশি সবকিছু জেনে-বুঝে আবেদনপত্র পূর্ণ করবেন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করা শুরু করে দেবেন। স্টুডেন্ট ভিসার আবেদন করতে হলে আপনাকে মূলত যেসব ডকুমেন্টস শো করাতে হবে সেসব ডকুমেন্টস হলো:

  • বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়োগ পত্র 
  • পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সনদ
  • ইংরেজি বা জার্মান ভাষার দক্ষতার প্রমাণ 
  • হ্যাল্থ ইন্সুইরেন্সের প্রমাণ
  • ব্লকড অ্যাকাউন্ট বা ব্যাংক একাউন্টেরর প্রমাণ 
  • পাসপোর্ট সাইজ ছবি
  • পাসপোর্টের কপি

ইতি কথা

আশা করি জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতার কি কি এবং কি কি ডকুমেন্টস লাগবে তা বুঝতে পেরেছেন। যেকোনো প্রসেসিংয়ের ঝুঁকি এড়াতে বা সময় বাঁচাতে দেশের জার্মান কনস্যুলেট বা অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদন করতে পারেন। আপনার সমস্ত ডকুমেন্ট যাচাইয়ের পর, যদি সব কিছু ঠিক থাকে তবে আপনি এই ভিসা মাত্র ৪-৬ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। সবশেষে বলবো, শুভ কামনা রইলো। আশা করি খুব দ্রুতই আপনি আপনার স্বপ্নের জার্মান ভিসা পেয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ