মৃত্যুর সময় আমাদের কাছে এসে হাজির হবেন ৫জন ফেরেশতা। আপনারা কি জানেন,সেই ফেরেশতা কেন আসবে? এবং কি জিজ্ঞেস করবে আমাদের?
মৃত্যু সবার জন্য অবধারিত।জম্ম গ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যুর তারিখও নির্দিষ্ট হয়ে গিয়েছে।আমাদের মৃত্যুর স্থান,সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতেই রয়েছে। শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা।তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের কানেকশন। মানুষের যখন মৃত্যু হয়,তখন পাঁচজন ফেরেশতা এসে আমাদের কিছু প্রশ্ন করে যা আমাদের ভিতরাত্মাকে জাগ্রত করে বলতে থাকে,আরেকবার সুযোগ দাও দুনিয়ায় বিরাজ করি। কিন্তু আফসোস তখন আর কিছু করার থাকে না।তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুতি নেয়া উচিত। চলুন জেনে আসি সেই চরণ যা আমাদের জানা দরকার।
আমাদের যখন মৃত্যু হয়,তখন একজন ফেরেশতা এসে জিজ্ঞেস করে,কি তুমি তোমার রাজত্ব নিয়ে গর্ব করতে, কিন্তু আজ কোথায় গেল সেই রাজত্ব?তোমার পিতা-মাতা,সন্তান কোথায়?কোথায় তোমার ঘর বাড়ি?কোথায় তোমার আত্মীয় স্বজন?যাদের তুমি এত আপন মনে করেছিলে?
কাফন পরানো হয়ে গেলে দ্বিতীয় ফেরেশতা এসে হাজির হবে।তারপর সেই ফেরেশতা বলে উঠবে,”ইবনে আদম তুমি অবৈধ সম্পদ অর্জন করেছিলে, কিন্তু আজ এগুলো কিছুই তোমার সাথে যাবে না।তুমি কি তোমার আশ্রয় স্থল সম্পর্কে অবগত?এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানা ছিল?”এগুলো শুনে আমাদের তখন বুক ফেটে কান্না আসবে।মনে হবে ইশ আর একটু যদি সওয়াব করা যেতো।পরকাল নিয়ে যদি আর একটু চিন্তা করতাম। কিন্তু তখন আর করার কিছু থাকবে না।
যখন জানাজা শেষ হবে,তখন হাজির হবে তৃতীয় ফেরেশতা।যিনি জিজ্ঞেস করবেন,আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছো।এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি।আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিশতে যাচ্ছো,সে তোমার প্রতি অনুগত থাকলে তোমার পরকাল হবে সুখময়। কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে,তাহলে তোমার জাহান্নামে যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না।
চতুর্থ ফেরেশতা তখন হাজির হবে,যখন আমাদের দাফন কার্য চলছে। চতুর্থ ফেরেশতা বলে উঠবে,হে ইবনে আদম, তুমি আজ পড়ে আছো সেই মাটিতে।কালকেও যে মাটির উপর দিয়ে তুমি হেঁটে গিয়েছিলে।আজ পড়ে আছো তুমি মাটির নিচে।অথচ গতকাল এই মাটির উপরই তুমি নিজেকে জড়িয়ে রেখেছিলে ঝগড়া ফ্যাসাদে।এই মাটি নিয়েই ঝগড়া করেছো নিজের সহোদর ভাই বোনের সাথে।আজ তারা এই মাটির নিচে পুঁতে দিতে তোমায়।কতই না হতভাগা তুমি।
এই কথাগুলো শুনে মনে হবে,যেন কবর থেকে উঠে যাই। কিন্তু সেই শক্তি কোথায়? পঞ্চাশ থেকে সত্তর কেজি একসাথে নিয়ে হাঁটতে পারা মানুষটাও আজ উঠে বসতে পারছে না।কতটা অসহায়ের মতো পড়ে আছে কবরে।এটাই জীবনের লক্ষ্য।এটাই আমাদের গন্তব্য।
শেষ ফেরেশতা আসবে কবর দিয়ে দেয়ার পর।তখন সে এসে বলবে,ওহে ইবনে আদম,দেখো তোমার আপনজন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে।ওরা আজ তোমাকে সাহায্য করছে না।তুমি আজ একা।আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে।আজ যদি তুমি পাশ করে যাও।তাহলে তোমার কপালে জুটবে জান্নাত। কিন্তু যদি তোমার পরীক্ষা খারাপ হয়ে যায়।তাহলে তোমার জাহান্নামে যাওয়ার গল্প আমরা দেখবো।
এই প্রশ্নগুলো আমাদের মনকে শূন্যতা দিয়ে ভরে দিবে।আমাদের ভীষণ আকুতি হবে ইশ,দুনিয়ায় এবার যেতে পারলে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করবো না। কিন্তু সেকেন্ডটাইম চান্স তো হবে না।আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুক।আমরা যাতে আল্লাহ ইবাদত করে,আল্লাহকে সন্তুষ্ট করে কবরের পথে যেতে পারি।আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন।