নোয়াখালীর সোনাইমুড়ীতে নুসরাত জাহান জেমি (২০) নামের এক নারী প্রতারককে আটক করেছে পুলিশ। প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া এবং ব্লাকমেইলিংয়ের অপরাধে ২৩ জুলাই রোববার তাকে গ্রেফতারের করে সোনাইমুড়ী থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়। আটক নারী প্রতারক জেমি নয়াহাট দক্ষিণ মহব্বতপুরের আব্দুর রবের মেয়ে।
জানা যায়, সৌদি প্রবাসী যুবক কাজী সাফি উদ্দীনের সাথে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় নুসরাত জাহান জেমির। পরে তারা পরিবারের সম্মতিতে বিয়ে করেন। বিয়ের একবছড়ের মাথায় প্রবাসী ঐ যুবকের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পরকীয়া প্রেমিক সাব্বির উদ্দিন নিশানের (৩১) হাত ধরে তাকে তালাক দেন জেমি। তালাকর পর বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়া টাকা ফেরত চাইলে মারধর করা হয় সাফি উদ্দিনকে। পরে তার অন্তরঙ্গ মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় বাদি হয়ে নুসরাত জাহান জেমি, তার ভাই সবুজ (২৭) এবং পরকীয়া প্রেমিক সেনবাগ থানার ছাতারপাইয়া এলাকার মৃত মজিবুল হকের ছেলে সাব্বির সালাউদ্দিন ওরফে নিশানের (৩১) বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী সাফি উদ্দিন।
সোনাইমুড়ী থানার এস আই মাসুম জানান, এরা একটি সংগবদ্ধ প্রতারক চক্র। প্রতারনার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াই এদের কাজ। চক্রটির একজনকে গ্রেফতার করা হয়েছে, বাঁকি আসামীরা এখনও পলাতক আছে। খুব শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে।