সম্প্রতি বাংলাদেশ ভ্রমন করতে আসেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলকিপার ও বিশ্বকাপে গোল্ডেন গ্লাপ্স জয়ী মার্তিনেজ। বিশ্বকাপে তার দূর্দান্ত পারফমেন্সে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে । বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের পাগলামি সারা বিশ্বে এবার ব্যাপক আলোচিত হয়। যা মেসি,ডি মারিয়া থেকে গোলরক্ষক মার্তিনেজের চোখে পরে। পার্শ্ববর্তী দেশে ভারত থেকে তাকে আমন্ত্রন করা হলেও বাংলাদেশ দর্শকদের ভালোবাসার প্রতিদান স্বরূপ মার্তিনেজ বাংলাদেশ ভ্রমন করতে আসেন ১১ ঘন্টার জন্য। যা এদেশের ফুটবল ভক্তদের জন্য কোরবানীর ঈদে ঈদের বোনাস স্বরূপ কাজ করছিল।
এমিলিয়ানো মার্তিনেজের অনেক বড় ভক্ত হলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। তাই এয়ারপোর্টে তিনি বেশ কিছুক্ষন অপেক্ষা করেন মার্তিনেজকে দেখার জন্য। কিন্তু দেখা আর শেষমেষ হয়ে ওঠেনি।
আর এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই মার্তিনেজকে অহংকারি বলছেন, কেউ কেউ ট্রেন্ড চালু করেছেন জামাল ভূইয়াকে নিয়ে। কিন্তু ঘটনা সম্পূর্ণটা সকলের কাছে অজানা। এমিলিয়ানো বাংলাদেশ ভ্রমনে সময় ছিল ১১ ঘন্টা। দুপুরের দিকে তিনি বাংলাদেশ ত্যাগ করে। যার কারনে একমাত্র প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও একটি ছোটা কথোপকথনের আয়োজন করাই সম্ভব ছিল।
দুপুরে এয়ারপোর্টে যখন মার্তিনেজের দেশ ত্যাগ করার সময় হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল তার ১-২ ঘন্টা আগে ভারত থেকে সাফ চ্যাম্পিয়ানশিপ থেকে বিদায় নিয়ে বাংলাদেশে ফিরছিল। দলের সকলেই এয়ারপোর্ট ত্যাগ করলেও মার্তিনেজের ভক্ত হওয়ার জামাল ভূইয়া তাকে দেখার জন্য এয়ারপোর্টেই থেকে যান। এবার চলুন জানা যাক কেন বাংলাদেশে এসেও কোন ফ্যান বা কারও সাথে দেখা করা সম্ভব হয় নি মার্চিনেজের। এব্যাপারে মার্তিনেজকে যিনি কলকাতায় নিয়ে আসচ্ছেন যেখানে ফ্যান মিট,ফুটবল খেলা দেখা সহ অনেক আয়োজন রয়েছে কিন্তু বাংলাদেশে কেন নেই জিগেস করলে জানান বাংলাদেশে বড় কোন স্পন্সর নেই তাই সম্ভব হয়ে উঠেনি।