‘ফুরিয়ে যাওয়া’ মাশরাফি কোন মন্ত্রে আকাশে উড়ছেন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
‘ফুরিয়ে যাওয়া’ মাশরাফি কোন মন্ত্রে আকাশে উড়ছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে মাশরাফির দল।

এই ম্যাচে মাশরাফি বল করেছেন মাত্র এক ওভার বল করে দিয়েছেন চার রান।

সিলেট স্ট্রাইকার্সে মাশরাফির সাথে খেলছেন মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডবের সমন্বয়ে গড়া দলটিতে তেমন বড় কোনো নাম নেই। বরং বয়সের হিসেবে অপেক্ষাকৃত বড়দের নিয়েই দল গড়েছেন মাশরাফি।

 

কেবল দলীয়ভাবে নয় মাশরাফির ব্যক্তিগত অর্জনও কম নয়। ৩৯ বছর বয়সে এসেও পাঁচ ম্যাচে ১১৬ রান দিয়ে মাশরাফির শিকার ৭ ‍উইকেট। সেই বিবেচনায় এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ উইকেট টেকারের তালিকায়ই আছেন ম্যাশ।

অথচ এই মাশরাফিকেই আরো বছর কয়েক আগে ‘বুড়ো’ তকমা দিয়ে দল থেকে বের করে দিয়েছিল বিসিবি। এমনকি দেশের অন্যতম সফল অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায় জানানোর প্রয়োজনটাও বোধ করেনি বিসিবি।

সেই ফুরিয়ে যাওয়া মাশরাফিই এবারের বিপিএলের বড় চমক। তার নেতৃত্বেই টানা পাঁচ ম্যাচ জয় করে ছুটছে সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ