মেসি নয়, ফ্রান্সের এমবাপ্পের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই সব

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
মেসি নয়, এমবাপ্পের কাছে রোনালদোই সব

এমবাপ্পের কাছে সেরা কে?

লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইটা নতুন নয়। এই লড়াইয়ে বর্তমান সময়ের ফুটবলাররাও দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এই তালিকায় আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।

উত্তরের জবাবে নিশ্চয়ই অনেকে লিওনেল মেসির নাম ভেবে রেখেছেন। কারণ ক্লাবের দিকে দিয়ে পিএসজিতে মেসি ফরাসি তারকার সতীর্থ। কিন্তু এমবাপ্পের পছন্দ অন্যজন, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এমবাপ্পের পছন্দের জবাবে এমনটাই জানিয়েছেন সাবেক পিএসজি তারকা আবদু দিয়ালো। সেনেগালের হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডার জানিয়েছেন, এমবাপ্পের কাছে রোনালদোই সবকিছু। ডেইলি মেইল’কে দেওয়া সাক্ষাৎকারে দিয়ালো বলেন, ‘বাস্তবিক অর্থে কিলিয়ান এমবাপ্পের কাছে ক্রিস্টিয়ানোই (রোনালদো) সবকিছু। ’

এমবাপ্পের রোনালদো প্রীতি জানিয়ে পিএসজির এই ডিফেন্ডার আরো বলেন, ‘আপনি যদি মেসির বিপক্ষে রোনালদোকে দাঁড় করান, তবে এমবাপ্পে কমপক্ষে এক ঘণ্টা ধরে আপনার সঙ্গে তর্ক করবে। তার জন্য ক্রিস্টিয়ানো স্পর্শাতীত। ’

মজার ব্যাপার হলো, আগামীকালই মেসির বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবেন এমবাপ্পে। এদের মধ্যে কে শেষ হাসি হাসবেন, তা দেখা যাবে রোববার। তবে এমবাপ্পে যে মেসির বিপক্ষে জিততে মুখিয়ে আছেন সেটারই একটা ইঙ্গিত দিলেন দিয়ালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ