ভারতকে উড়িয়ে ইংল্যান্ড ফাইনালে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
ইংল্যান্ড ও পাকিস্তান

১০ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড!

ইনিংসের শেষ বলে হিট উইকেট হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেটি না হলে পেতে পারতেন ৪ রান। ধারাভাষ্যে নাসের হুসেইন বলেছিলেন, ম্যাচের শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সে ঘটনা।

নাসের নিজেও হয়তো ভাবেননি, এরপর অ্যাডিলেড ওভালে কী হতে চলেছে! শেষ বলের ওই ঘটনা চাপা পড়ে যাবে কোথায়!

১৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে টেনে লং অনের ওপর দিয়ে ছয় মেরে যখন উল্লাসে মাতলেন বাটলার, ভারতের ১৬৯ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে ১০ উইকেট ও ২৪ বল বাকি থাকতেই! ভারত ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ধীরে শুরু করেছিল, মাঝের ওভারগুলোতেও ছিল চুপচাপই। তবে ডেথ ওভারে ইংল্যান্ডের ওপর চড়াও হয়েছিল তারা। মোমেন্টাম পক্ষে ছিল তাদের, বিশ্বকাপ সেমিফাইনালে জমজমাট লড়াই আশা করেছিলেন হয়তো সবাই।

তবে হেলস ও বাটলার ইংল্যান্ড ইনিংস ডেথ ওভারে নিয়েই যেতে দিলেন না। লড়াইটিকে বানিয়ে ফেললেন চরম একপেশে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন হেলস ও বাটলার। অ্যাডিলেড স্তব্ধ হয়ে ছিল অনেক আগে থেকেই, সেখানে এরপর বেজে উঠেছে সুইট ক্যারোলাইন।

মেলবোর্নে আগামী ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের সঙ্গী ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ৩০ বছর আগে এমসিজিতে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান, এবারও হচ্ছে সেটিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ