রায় হওয়ার ২৪ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করলো র্যাব।
সোনারগাঁয়ে এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর রুমাল পেঁচিয়ে হত্যা করে নবী হোসেন। এর পর আত্মগোপনে চলে যায় প্রায় ১ যুগ। অবশেষে নৃশংস এই হত্যা মামলায় মৃত্যুদন্ডের রায় দেয় বিজ্ঞ আদলতে। রায় হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আড়াইহাজার উপজেলার বগাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নবী হোসেন (৩৭) আড়াইহাজার উপজেলার বগাদী এলাকার জায়েদ আলীর ছেলে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো আসামী নবী হোসেন। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হতেই আসামী নবী হোসেন দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল।
গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামী নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।