কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে দুই জনকে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাতে কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনর রশীদ জানান, ১৫-২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর পুত্র আয়াত উল্লাহ এবং মোহাম্মদ কাসিমের পুত্র ইয়াছিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে দা দিয়ে কুপিয়ে ও গুলি করে।
ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র রোহিঙ্গারা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে বুধবার ভোরে ১০ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হন।
চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক শিশুসহ সাত জন রোহিঙ্গা নিহত হয়েছে।