বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না

বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই, বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না।’ এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোন দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোন দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোন সংকটে পড়বে না। দেশে কোন হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামীলীগের ত্রী বার্ষিক  সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে  মন্ত্রী আরো  বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না এটা হয় কখনো হয় না। বিএনপি রেল লাইনে আগুন দেবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আমার ঘরে আগুন দিবে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে আমরা চুপ করে বসে থাকবো?

তিনি বলেন, ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিলো তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিলো, আগামী দিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ