বর্তমান যুগে যেকোনো ধরনের যাত্রায় আপনি সহজেই অনলাইনে টিকিট বুক করতে পারবেন। এমনকি আজকাল প্রযুক্তির কল্যাণে অনলাইনে বিমান টিকিট কাটাও সম্ভব। আমরা সকলেই জানি ম্যাক্সিমাম সময়েই সঠিক সময়ে টিকিট কাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
কেমন হয় যদি কাজটা আমরা ঘরে বসে অনলাইনেই সারতে পারি? চলুন তবে আজ সে আগ্রহকেই প্রাধান্য নিয়ে জানার চেষ্টা করি অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম এবং সে-সম্পর্কে বিস্তারিত তথ্য।
শুরুতে একটুখানি লোভ লাগানো যাক। জানা যাক অনলাইনে বিমান টিকিট কেনার সুবিধা সম্পর্কে।
১. অনলাইনে বিমান টিকিট কেনার মাধ্যমে আপনি যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকেই টিকিট কেনার কাজ সেরে নিতে পারবেন। বাইরে আর দৌড়াদৌড়ি করতে হবে না।
২. অনলাইনে বিমান টিকিট কেনার সময় বিভিন্ন সাইটে বিশেষ ডিসকাউন্ট, অফার এবং কোড পাওয়া যায়। আপনি চাইলে এসব সুবিধা ব্যবহার করে খরচ কমিয়ে নিতে পারবেন।
৩. বিভিন্ন এয়ারলাইন কোম্পানির টিকিট দাম, সময় এবং সার্ভিস সম্পর্কে জেনে-বুঝে নিজের ইচ্ছেমতো কোম্পানি বাছাই করতে পারবেন। মোটকথা সহজেই তুলনা করে পছন্দ অনুযায়ী পছন্দের কোম্পানি থেকে সার্ভিস নিতে পারবেন৷
৪. অনলাইনে টিকিট কেনার পর সরাসরি আপনার ইমেইল বা মোবাইলে কনফার্মেশন পেয়ে যাবেন। যা নিয়ে আপনাকে বাড়তি টেনশন তো দূরে থাক, বাড়তি কোনো ঝামেলাই পোহাতে হবে না।
অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম সম্পর্কে তো জানবো। তবে তার আগে জানতে হবে অনলাইনে বিমান টিকিট কাটার আগে কি কি মনে রাখতে হবে সে-ব্যাপারে:
১. টিকিট কেনার জন্য কিন্তু ভালো ইন্টারনেট কানেকশন দরকার। সুতরাং তা নিশ্চিত করুন।
২. মনে রাখবেন আপনি চাইলেই মোবাইল বা কম্পিউটার যেকোনো একটি ডিভাইস ব্যবহার করেও ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবেন।
৩. অনলাইন টিকিট কাটার পর পে করতে হলে আপনি ইজিলি আপনার ক্রেডিট/ডেবিট কার্ড বা ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে বিকাশ বা নগদও ব্যবহার করা যেতে পারে।
৪. অনলাইনে টিকিট কাটতে বসার আগে অবশ্যই যাত্রার তারিখ, গন্তব্য এবং যাত্রীদের তথ্যসহ সবকিছু আগে থেকেই জোগাড় করে রাখবেন।
এবার আসি অনলাইনে বিমান টিকিট কাটার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপারে। যেসব প্ল্যাটফর্মে আপনি ইজিলি ঘরে বসেই এয়ার টিকিট কিনতে পারবেন:
Skyscanner
Skyscanner হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইট। যেখানে আপনি বিভিন্ন এয়ারলাইন কোম্পানির টিকিটের দাম সম্পর্কে জানতে পারবেন। জানতে পারবেন টাইমজোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি এই সাইট আপনাকে বিভিন্ন দেশের ফ্লাইট খুঁজে পেতেও সাহায্য করবে।
Expedia
সারা বিশ্বের যেকোনো টিকিট কিনতে আপনি এই অ্যাপ বা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। বিমান টিকিট ছাড়াও হোটেল, ট্যুর প্যাকেজ, লোকেশনসহ বেশকিছু বিষয়েও সার্ভিস দিয়ে থাকে এই প্ল্যাটফর্মটি।
Biman Bangladesh Airlines Official Website
বাংলাদেশের নিজস্ব বিমান সংস্থা Biman Bangladesh Airlines এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি সরাসরি টিকিট কিনতে পারবেন। এই সাইটটি কিন্তু বিকাশ, নগদসহ দেশের যেকোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে।
এবার চলুন সরাসরি অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম সম্পর্কে আলোচনা করি:
ইতি কথা
মনে রাখবেন, যুগ পাল্টানোর সাথে সাথে অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম পাল্টেছে। সবকিছু যথেষ্ট সহজ হয়ে গেছে। তবে হ্যাঁ! তার মানে এই না যে টিকিট কাটার সময় সতর্কতা অবলম্বন না করলেই চলবে! সবসময় সতর্কতা মেনে তবেই টিকিট কিনুন। নিরাপদে ভ্রমণ করুন দেশ থেকে বিদেশে।