শিরোনাম:
পুরাতন মোবাইল থেকে সব সেটিংস এবং ডাটা নতুন মোবাইলে সেন্ড করার উপায়। বাংলাদেশ থেকে ভারতের IIT বা Indian Institutes of Technology তে স্কলারশিপ করুন নামমাত্র খরচে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই করণীয় বিষয়সমূহ সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং কিভাবে কাজ পাবেন  অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম: অনলাইনে বিমান টিকিট কাটার বিশ্বস্ত প্ল্যাটফর্ম  শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস  ইতালি ভিসা খরচ | ইতালি ভিসার ধরনসমূহ | আবেদনের উপায়  কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনে যা যা করবেন

অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম: অনলাইনে বিমান টিকিট কাটার বিশ্বস্ত প্ল্যাটফর্ম 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম: অনলাইনে বিমান টিকিট কাটার বিশ্বস্ত প্ল্যাটফর্ম 

বর্তমান যুগে যেকোনো ধরনের যাত্রায় আপনি সহজেই অনলাইনে টিকিট বুক করতে পারবেন। এমনকি আজকাল প্রযুক্তির কল্যাণে অনলাইনে বিমান টিকিট কাটাও সম্ভব। আমরা সকলেই জানি ম্যাক্সিমাম সময়েই সঠিক সময়ে টিকিট কাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

কেমন হয় যদি কাজটা আমরা ঘরে বসে অনলাইনেই সারতে পারি? চলুন তবে আজ সে আগ্রহকেই প্রাধান্য নিয়ে জানার চেষ্টা করি অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম এবং সে-সম্পর্কে বিস্তারিত তথ্য।

অনলাইনে বিমান টিকিট কেনার সুবিধা

শুরুতে একটুখানি লোভ লাগানো যাক। জানা যাক অনলাইনে বিমান টিকিট কেনার সুবিধা সম্পর্কে।

১. অনলাইনে বিমান টিকিট কেনার মাধ্যমে আপনি যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকেই টিকিট কেনার কাজ সেরে নিতে পারবেন। বাইরে আর দৌড়াদৌড়ি করতে হবে না।

২. অনলাইনে বিমান টিকিট কেনার সময় বিভিন্ন সাইটে বিশেষ ডিসকাউন্ট, অফার এবং কোড পাওয়া যায়। আপনি চাইলে এসব সুবিধা ব্যবহার করে খরচ কমিয়ে নিতে পারবেন।

৩. বিভিন্ন এয়ারলাইন কোম্পানির টিকিট দাম, সময় এবং সার্ভিস সম্পর্কে জেনে-বুঝে নিজের ইচ্ছেমতো কোম্পানি বাছাই করতে পারবেন। মোটকথা সহজেই তুলনা করে পছন্দ অনুযায়ী পছন্দের কোম্পানি থেকে সার্ভিস নিতে পারবেন৷

৪. অনলাইনে টিকিট কেনার পর সরাসরি আপনার ইমেইল বা মোবাইলে কনফার্মেশন পেয়ে যাবেন। যা নিয়ে আপনাকে বাড়তি টেনশন তো দূরে থাক, বাড়তি কোনো ঝামেলাই পোহাতে হবে না।

অনলাইনে বিমান টিকিট কাটার আগে যা মনে রাখবেন

অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম সম্পর্কে তো জানবো। তবে তার আগে জানতে হবে অনলাইনে বিমান টিকিট কাটার আগে কি কি মনে রাখতে হবে সে-ব্যাপারে:

১. টিকিট কেনার জন্য কিন্তু ভালো ইন্টারনেট কানেকশন দরকার। সুতরাং তা নিশ্চিত করুন।

২. মনে রাখবেন আপনি চাইলেই মোবাইল বা কম্পিউটার যেকোনো একটি ডিভাইস ব্যবহার করেও ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবেন।

৩. অনলাইন টিকিট কাটার পর পে করতে হলে আপনি ইজিলি আপনার ক্রেডিট/ডেবিট কার্ড বা ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে বিকাশ বা নগদও ব্যবহার করা যেতে পারে।

৪. অনলাইনে টিকিট কাটতে বসার আগে অবশ্যই যাত্রার তারিখ, গন্তব্য এবং যাত্রীদের তথ্যসহ সবকিছু আগে থেকেই জোগাড় করে রাখবেন।

অনলাইনে বিমান টিকিট কাটার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম

এবার আসি অনলাইনে বিমান টিকিট কাটার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপারে। যেসব প্ল্যাটফর্মে আপনি ইজিলি ঘরে বসেই এয়ার টিকিট কিনতে পারবেন:

Skyscanner

Skyscanner হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইট। যেখানে আপনি বিভিন্ন এয়ারলাইন কোম্পানির টিকিটের দাম সম্পর্কে জানতে পারবেন। জানতে পারবেন টাইমজোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি এই সাইট আপনাকে বিভিন্ন দেশের ফ্লাইট খুঁজে পেতেও সাহায্য করবে।

Expedia

সারা বিশ্বের যেকোনো টিকিট কিনতে আপনি এই অ্যাপ বা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। বিমান টিকিট ছাড়াও হোটেল, ট্যুর প্যাকেজ, লোকেশনসহ বেশকিছু বিষয়েও সার্ভিস দিয়ে থাকে এই প্ল্যাটফর্মটি।

Biman Bangladesh Airlines Official Website

বাংলাদেশের নিজস্ব বিমান সংস্থা Biman Bangladesh Airlines এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি সরাসরি টিকিট কিনতে পারবেন। এই সাইটটি কিন্তু বিকাশ, নগদসহ দেশের যেকোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে।

অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম

এবার চলুন সরাসরি অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম সম্পর্কে আলোচনা করি:

  • সাইটে ঢুকুন: প্রথমে আপনি যে সাইটে টিকিট কাটবেন, সেখানে প্রবেশ করুন। এরপর আপনার যাত্রার স্থান (origin), গন্তব্য (destination), যাত্রার তারিখ এবং ফেরত আসার তারিখ (যদি থাকে) সিলেক্ট করে নিন। এরপর আপনি সিটের ধরন, ফ্লাইটের সময় এবং অন্যান্য বিশেষ শর্তাবলী চেক করার সুযোগ পাবেন।
  • টিকিটের প্রাইজ: ফ্লাইটের দাম, সময় এবং সেবার মান সম্পর্কে প্ল্যাটফর্মের About Us অপশন থেকে জেনে নেবেন। এক বা একাধিক এয়ারলাইন থেকে দাম এবং সুবিধা যাচাই করে আপনার পছন্দ অনুযায়ী ফ্লাইট চুজ করবেন। এতে করে খরচও কম পড়বে! আবার সার্ভিসের মানও ভালো পাবেন।
  • তথ্য প্রদান: ফ্লাইটে যাওয়ার জন্য আপনাকে একটি ফর্মে নিজের পূর্ণ নাম, বয়স, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নম্বরসহ অন্যান্য যেকোনো প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
  • পে করুন: টিকিট কনফার্ম করার পর, সাইটটি আপনাকে পেমেন্ট পে করতে বলবে। আপনি ইজিলিটি ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, নেট ব্যাংকিং বা আপনার সুবিধামতো অন্য যেকোনো ব্যাংকিং ওয়ে ব্যবহার করে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন।
  • কনফার্মেশন: পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে আপনাকে একটি ইমেইল পাঠানো হবে। যেখানে আপনি আপনার টিকিটের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু টিকিটের কনফার্মেশন প্রিন্টআউট বা ইলেকট্রনিক কপি সাথে রাখা বা করে রাখাটা বেশ জরুরি।

অনলাইনে বিমান টিকিট কাটার সময় মনে রাখবেন

  • বিশ্বস্ত সাইট ব্যবহার করবেন
  • স্ক্যাম সাইট থেকে বিরত থাকুন
  • লেনদেনের সময় ওয়েবসাইটের সিকিউরিটি চেক করুন
  • ডিসকাউন্ট, প্রমো কোড এবং বিশেষ অফার দেখে টিকিট কিনুন
  • বুকিংয়ের পর টিকিটের সব তথ্য চেক করে নিন

ইতি কথা

মনে রাখবেন, যুগ পাল্টানোর সাথে সাথে অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম পাল্টেছে। সবকিছু যথেষ্ট সহজ হয়ে গেছে। তবে হ্যাঁ! তার মানে এই না যে টিকিট কাটার সময় সতর্কতা অবলম্বন না করলেই চলবে! সবসময় সতর্কতা মেনে তবেই টিকিট কিনুন। নিরাপদে ভ্রমণ করুন দেশ থেকে বিদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ