শিরোনাম:
ঢাকায় শুরু হতে যাচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং: জেনে নিন কিভাবে কি করতে হবে জাপানের যেসব সেরা বিশ্ববিদ্যালয়ে নামমাত্র খরচে পড়ার সুযোগ চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতা জানুন বিদেশে পড়ার জন্য কোন সাবজেক্ট ভালো মিশর গার্মেন্টস ভিসা পরিচিতি | খরচ | বেতন | আবেদনের উপায়  পুরাতন মোবাইল থেকে সব সেটিংস এবং ডাটা নতুন মোবাইলে সেন্ড করার উপায়। বাংলাদেশ থেকে ভারতের IIT বা Indian Institutes of Technology তে স্কলারশিপ করুন নামমাত্র খরচে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই করণীয় বিষয়সমূহ সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং কিভাবে কাজ পাবেন 

ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং

ঢাকায় শুরু হতে যাচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং: জেনে নিন কিভাবে কি করতে হবে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ঢাকায় শুরু হতে যাচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং: জেনে নিন কিভাবে কি করতে হবে

ঢাকায় শুরু হতে যাচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং.jpg

যারা ইউরোপে যেতে চান তাদের জন্য সুসংবাদ! ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া এখন ঢাকাতেই করা যাবে। এই ১০ মার্চ ২০২৫ থেকেই সুইডেন দূতাবাসের সহযোগিতায় ভিএফএস গ্লোবাল ঢাকায় এই সেবা চালু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। যেসব দেশের ভিসা আবেদন করা যাবে নতুন এই ব্যবস্থার আওতায় সেসব দেশ হলো:

  • বেলজিয়াম
  • ফিনল্যান্ড
  • আইসল্যান্ড
  • লাটভিয়া
  • লুক্সেমবার্গ
  • নেদারল্যান্ডস
  • পোল্যান্ড
  • স্লোভেনিয়া
  • সুইডেন

এই উদ্যোগের ফলে বাংলাদেশিদের ইউরোপ ট্যুর অনেক ইজি হয়ে যাবে। বিশেষ করে ট্যুরের জন্য বা ভিসার জন্য দূতাবাসে সরাসরি ভিজিট করার প্রয়োজন হবে না। বরং এখন থেকেই ভিএফএস গ্লোবালের মাধ্যমে সহজেই ভিসা আবেদন করা যাবে।

বাংলাদেশিদের ইউরোপ ভ্রমণের জন্য নতুন ভিসা আবেদন প্রক্রিয়া

  • অ্যাপয়েন্টমেন্ট বুকিং: ভিসা আবেদন করতে হলে প্রথমে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। এক্ষেত্রে ওয়াক-ইন আবেদন গ্রহণ করা হবে না। যার কারণে আবেদনকারী হিসাবে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
  • আবেদন জমা দেওয়ার নিয়ম: এরপর আবেদনকারীকে ভিএফএস গ্লোবাল সেন্টারে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন বায়োমেট্রিক তথ্য বা ফিঙ্গারপ্রিন্ট প্রদান করাটা বাধ্যতামূলক। সিআবেদন জমা দেওয়ার পর প্রসেসিং স্ট্যাটাস অনলাইনে ট্র্যাক করা যাবে।
  • ফি প্রদান: ভিসা প্রসেসিং করতে হলে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট এমাউন্টের ফি জমা দিতে হবে। আর এই টাকাটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়ই দিতে হবে। মনে রাখবেন নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে বা অ্যাপয়েন্টমেন্ট ২৪ ঘণ্টা সময়ের আগে বাতিল না করলে আপনাকে কোনো অবস্থাতেই এই ফি ফেরত দেওয়া হবে না।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস: প্রত্যেক দেশের ভিসার জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্টস আপনাকে ম্যানেজ করতে হবে। তবে শেনজেন ভিসার জন্য কমন কিছু ডকুমেন্টস লাগবে। যেমন কমপক্ষে ৬ মাসের মেয়াদ আছে এমন পাসপোর্ট, সম্পূর্ণ পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত চিঠি বা কভার লেটার, ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সনদ, ব্যবসার কাগজপত্র, ফ্লাইট এবং হোটেল বুকিংয়ের তথ্য আর ট্যুম বীমা হিসাবে কমপক্ষে ৩০,০০০ ইউরো কভারেজ।

ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদনকারীদের সুবিধা

ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি চাইলে একবারে ৯টি ইউরোপীয় দেশের ভিসা আবেদন করতে পারবেন। তাছাড়া এই ভিসা আবেদন সুইডেন দূতাবাসের মাধ্যমে প্রসেসিং হবে। তাই সম্পূর্ণ প্রসেসটাই বিশ্বাসযোগ্য এবং আপনি দ্রুত সার্ভিস পাবেন। সবশেষে বলবো এই প্রসেসিংয়ে আবেদনকারীদের জন্য সময় ও খরচ দুটোই বাঁচবে।

একসাথে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং করতে যেখানে যোগাযোগ করবেন

একসাথে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং করতে আপনি সরাসরি কল করতে পারেন +8809606 777 333 অথবা এই +8809666 911 382 নাম্বারে। বলে রাখা ভালো এই নাম্বার হলো ভিএফএস হেল্প ডেস্ক নাম্বার। যেখানে আপনি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার্ভিস পাবেন। আর যারা সরাসরি অফিসে যোগাযোগ করতে চান ভিএফএস গ্লোবাল, ঢাকায় কন্টাক্ট করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ