প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন

 

আপনার মতো প্রবাসীদের জন্যই বাংলাদেশ সরকার ২০১০ সালে একটি ব্যাংক চালু করে। যার নামকরণ করা হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকটি শুরুতে ১ বিলিয়ন টাকার সাহায্যে যাত্রা শুরু করলেও পরবর্তীতে তা বড়সড় আকারের বিষয় হয়ে দাঁড়ায়। চলুন আজ প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানি। 

 

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়?

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা। শুরুতে বলবো প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় সে ব্যাপারে। 

 

মূলত প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে শুরুতে বিভিন্ন ক্যাটাগরির লোন দেখাবে। যেখান থেকে আপনার যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী পছন্দ করে নিতে হবে সঠিক লোনটি। প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের প্রকারভেদগুলি হলো: 

 

বৃহৎ পরিবার লোন 

এই ধরণের লোনকে প্রবাসী কল্যান ব্যাংক বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণও বলে থাকে। এই লোনের আন্ডারে আপনি সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ১০ লক্ষ টাকা গ্রহণ করতে পারবেন। 

 

আর লোন গ্রহণের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা কোনো ধরণের জামানত ছাড়াই নিতে পারবেন। তবে ৫ লক্ষের উপরে হলে জামানত লাগবে। 

 

পূর্ণবাসন লোন

যারা প্রবাসজীবনটুকু বৈধ উপায়ে কাটিয়ে দেশে এসে কোনোকিছু শুরু করতে চান তারা এই লোন নিতে পারবেন। সর্বোচ্চ ১০ বছর সময় হাতে পাওয়ার পাশাপাশি আপনি চাইলে এই লোনের আন্ডারে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। 

 

অভিবাসন লোন 

অভিবাসন লোনের ক্ষেত্রে অর্থের পরিমাণটুকু অন্যান্য ক্যাটাগরির লোনের চাইতে একটু কম। এক্ষেত্রে আপনি একজন প্রবাসী হিসাবে সর্বোচ্চ ১ থেকে ৩ লক্ষ টাকা লোন নিতে পারবেন। 

 

তাছাড়া এই লোন নিতে হলে আপনাকে ব্যাংক কতৃপক্ষ বরাবর বিদেশে যাওয়ার সকল কাগজপত্র শো করাতে হবে। 

 

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন কিভাবে নিবেন? 

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে হলে অবশ্যই আপনাকে প্রবাসী হতে হবে। সেই সাথে থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। 

 

বিশেষ করে বেশকিছু ডকুমেন্টস যেমন জাতীয় পরিচয় পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, ব্যবসা করলে লিজের চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, যেকোনো কোর্সের সার্টিফিকেট, জামানত সম্পত্তির ডকুমেন্টস, লোন যে নিবে তার স্বাক্ষরসহ অন্যান্য ডকুমেন্টস। 

 

আর প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিচের টিপসগুলি ফলো করুন: 

  • http://www.pkb.gov.bd/ এই লিংকে প্রবেশ করে ফরমটি ডাউনলোড করে নিন
  • ডাউনলোড করা Loan Application Form ফরমটি এবার পূরণ করে নিন
  • কোনোকিছু বুঝতে সমস্যা হলে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন 

 

কেনো প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিবো? 

একজন প্রবাসী হিসাবে যদি লোন নেবার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যেসব কারণে আপনার অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের শরণাপন্ন হওয়া উচিত, সেসব কারণ হলো: 

  • এই বিশেষ ধরণের লোন প্রবাসী ব্যাক্তিদের নিজেদের কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে
  • অল্প থেকে শুরু করে গ্রাহকের প্রয়োজনমতো যেমন ইচ্ছে তেমন লোন সংগ্রহ করা যাবে 
  • কোনো কারণে প্রবাসে থাকাকালীন সময়ে যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকেই লোন গ্রহণ করা যাবে 

 

সুতরাং আর দেরি কেনো! আজই প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সার্ভিসটি গ্রহণ করুন। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করুন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ