ইতিমধ্যেই ৪ হাজার ৫৩টি পদসংখ্যা নিয়ে বিশাল আকারে ৪১ তম বিসিএস নন ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি চান এসব ক্যাডারের মাঝে ভবিষ্যতে নিজেকে দেখতে সেক্ষেত্রে আমাদের আজকের এই ইনফরমেটিভ আর্টিকেলটি চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে।
৪১ তম বিসিএস নন ক্যাডার পদসংখ্যা হিসাবে আপাতত ৪ হাজার ৫৩টি পদসংখ্যা সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কতৃপক্ষ। সম্প্রতি অর্থ্যাৎ ২০২৩ সালের ২২ নভেম্বর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়ে থাকে।
যারা এসব পদসংখ্যার যেকোনো একটির প্রতি আগ্রহী তাদের অনলাইনে দরখাস্ত করে তবেই সামনে আগাতে হবে। যারা এভাবে আবেদন করবেন এবং যারা এই ৪১ তম বিসিএস নন ক্যাডারের অংশ তারা যদি চাকরি পান সেক্ষেত্রে ১২ তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরির সুযোগ পাবেন৷
আর যারা আবেদন করতে চান তাদের অবশ্যই ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের আগেই আবেদন কার্যক্রম সেরে নিতে হবে। মনে রাখবেন শেষ সময়ের জন্য অপেক্ষা করলে সার্ভারজনিত সমস্যার মুখোমুখি হতে হবে।
ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে পার্থক্য হলো ক্যাডারদের চাকরি সবসময় প্রথম শ্রেণীর হবে। তবে যারা নন ক্যাডার তাদের ক্ষেত্রে কিছু কিছু চাকরি প্রথম শ্রেণীর হলেও অনেকেই পরের শ্রেণীগুলির চাকরি পাওয়ার চান্স থাকে।
তাছাড়া ক্যাডার এবং নন ক্যাডারের মাঝে থাকা সবচেয়ে বড় পার্থক্য হলো ক্যাডারদের চাকরিপ্রাপ্তির বিষয়টি পুরোপুরি নিশ্চিত থাকে। অন্যদিকে যারা নন ক্যাডার তারা চাকরি পেতেও পারে আবার নাও পেতে পারে।
মূলত মেধাতালিকা অনুসারে কতৃপক্ষ বিভিন্ন পদে প্রথমেই নিয়োগ কার্যক্রম সেরে ফেলে। চলুন ৪১ তম বিসিএস নন ক্যাডার সম্পর্কিত লেখার এই অংশে জেনে নিই বিসিএস নন ক্যাডার চাকরি কোনগুলো। একজন নন ক্যাডার হিসাবে চাকরির ক্ষেত্রে আপনি হতে পারবেন একজন:
নন ক্যাডারদের নির্ধারণ করতে মূলত একটি ৩৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। অন্যদিকে যারা ক্যাডার তাদের যে ১৩০০/১৫০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে তা তো আমরা প্রত্যেকেই জানি মোটামুটি!
ক্যাডারদের ফল প্রকাশ করতে দীর্ঘ সময় লাগলেও নন ক্যাডারদের ক্ষেত্রে এমনটা হয় না। এই ধরণের ক্যাডার নিয়োগ করতে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণের উপর ভিত্তি করে বেশ কিছু ব্যাক্তিদের নন-ক্যাডার তালিকায় রাখা হয়।
পরবর্তী বিসিএসের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সারা বছর বিভিন্ন পদে নিয়োগ করা হয় এসব ক্যাডারদের।
দিনশেষে যাদের ৩০ বছর পার হয়ে যায় তারা আর কোনো চাকরির সুযোগ পায় না! এমনকি এই ক্যাটাগরির ব্যাক্তিদের কোনো ধরণের সরাসরি চাকুরির জন্যেও আবেদন করার সুযোগ থাকে না।
নন ক্যাডার বেতন স্কেল মূলত ঢাকা সিটি করপোরেশনের ক্ষেত্রে থাকে ৩৫,০০০/- মতো। অন্যান্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে থাকে ৩২,০০০/-।