প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে পাঠানোসহ ১৫ দাবি এনআরবি সিআইপির

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

সরকারের কাছে প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে পাঠানোসহ ১৫ দফা দাবি জানিয়েছে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করছে সরকার যদি প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করেন, তাহলে সরকারের ভাবমূর্তি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ অনেকাংশে বাড়বে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো উত্থাপন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান।

দাবিগুলোর মধ্যে রয়েছে- অসহায় প্রবাসীর মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা, বৈধ পথে রেমিটেন্স পাঠালে সরকারের পক্ষ থেকে যে ২ দশমিক ৫ শতাংশ ইন্সেন্টিভ দেওয়া হচ্ছে, তার একটি অংশ প্রবাসীদের জন্য জমা রাখা, সরকারের রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে কোনো ধরনের সীমারেখা না রেখে ওয়েজ আর্নার্স বন্ড বিক্রির জন্য সরকারকে এগিয়ে আসা, সরকারি প্লট এবং ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার ও স্বল্প সুদে প্রবাসীদের ঋণ বরাদ্দ প্রদান, প্রবাসীদের জন্য আলাদা ইকোনমিক জোন তৈরি করা, প্রবাসীদের ব্যাপারে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নীতি নির্ধারণী কমিটিতে প্রবাসীদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করা, সব দেশে প্রবাসীদের ভোটার আইডি কার্ড করার সুযোগ দেওয়া, প্রবাসী ছেলেমেয়েদের বিদেশের মাটিতে পড়ালেখার ক্ষেত্রে সরকারি খরচে স্কুল কলেজের সংখ্যা আরও বৃদ্ধি করা, জন্ম নিবন্ধনের নামে পুলিশ ভেরিফিকেশন প্রত্যাহার, নিম্নআয়ের প্রবাসী শ্রমিকদের পরিবারকে আর্থিক সহযোগিতার আওতায় আনা, সব মন্ত্রণালয়ে প্রবাসী সহায়তা-ডেস্ক চালু করা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি থাতেইয়ামা কবির, সহ-সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ