প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট কি এবং কেনো
প্রবাস যেতে চান: প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট সম্পর্কিত তথ্য জানা আছে তো
প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট! অনেক প্রবাসী হয়তো এই সার্টিফিকেট সম্পর্কে এখনো কোনো তথ্যই জানেন না। যারা এই সম্পর্কে কোনো ধারণাই রাখেন না তাদের জন্যেই মূলত আমাদের আজকের এই আর্টিকেল। সুতরাং সাথেই থাকুন।
প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট এর অপর নাম হলো PDO সার্টিফিকেট। সাধারণত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই সার্টিফিকেট কাজে লাগানো হয়। বলে রাখা ভালো মূলত “আমি প্রবাসী” নামক একটি ওয়েবসাইট থেকে এই সার্টিফিকেট প্রদান করা হয়।
আমি প্রবাসী মূলত সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল। যা প্রবাসীদের বিদেশে কর্মসংস্থান লাভে সহায়তা করে। খরচ বাঁচাতে এবং মাইগ্রেশন প্রক্রিয়ায় বাড়তি সুবিধা পেতে সাধারণত এই ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়। মোটকথা বিদেশী নিয়োগকর্তা এবং নিয়োগকারী সংস্থাগুলি বাংলাদেশ থেকে ব্যাক্তির নিয়োগের বিষয়টি নিশ্চিত করার কাজে এই কোম্পানি কাজ করে থাকে।
“আমি প্রবাসী” একটি অ্যাপ আকারে গুগল প্লে স্টোরে আপলোড করা আছে। বাংলা বা ইংরেজিতে যেকোনো ভাষাতে লিখে সার্চ করলেই এই অ্যাপ শো করবে এবং আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া “আমি প্রবাসী” এর অফিসিয়াল ওয়েবসাইট তো রয়েছেই। এক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ বক্সে amiprobashi.com লিখে পেস্ট করলেই হবে। ওয়েবসাইটটি আপনার সামনে শো করবে।
প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটিকে মূলত অনলাইন থেকে Download করে ব্যবহার করতে হয়। এই সার্টিফিকেটের সাহায্যে যে কেউই কোন ধরনের দালাল ছাড়া বিদেশে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই সার্টিফিকেট কিভাবে সংরক্ষণ করবেন:
আমি প্রবাসী থেকে যেহেতু ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হয়, সেহেতু এতে ট্রেনিং নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এক্ষেত্রে আপনাকে Pre-departure Orientation সেশন বুক করতে হবে। বুক করা হয়ে গেলে দেওয়া হবে এনরোলমেন্ট কার্ড। যা উক্ত অ্যাপস বা ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে।
ব্যাপারটা আরেকটু সহজ করে যদি বলি তবে বলবো ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার দিয়ে এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করা যায়। আর এই কার্ড ট্রেনিং ক্লাসে উপস্থিত হওয়ার সময় লাগবেই লাগবে।
যারা প্রবাসে পাড়ি জমাতে চান এবং দ্রুত ও ভালো কাজ পেতে চান তারা অবশ্যই এই প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। আশা করি এই PDO Certificate Download এর বিষয়টি আপনার অনাগত প্রবাস জীবনকে আরো সহজ করে দেবে।
প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে Ami Probashi অ্যাপে লগইন করুন। এরপর Pre-departure Orientation অপশনে যান। Download Certificate বাটনে ক্লিক করে সার্টিফিকেট ফি 100 টাকা পেমেন্ট করুন। সবশেষে আবার Download Certificate বাটনে ক্লিক করে Ami Probashi Certiciate ডাউনলোড করতে পারবেন।
আপনার সুবিধার্থে Ami Probashi Certificate Download করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ছবিসহ দেখানো হলো। আপনি যদি এখনো আমি প্রবাসী রেজিস্ট্রেশন করে না থাকেন, Ami Probashi Registration করে নিন।