সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের বাসিন্দা। তিনি দাম্মাম শহরে একটি কোম্পানিতে রোড ক্লিনার (পরিচ্ছন্নকর্মী) হিসেবে কর্মরত ছিলেন।
.
নিহত জুনায়েদের মামা শামীম সরকার বলেন, ‘প্রায় এক বছর আগে ধারদেনা করে প্রবাসে পাড়ি দেন জুনায়েদ। কিন্তু গতকাল কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গত রাতে অন্য এক বাংলাদেশির মাধ্যমে আমরা তার মৃত্যুর খবরটি পেয়েছি।’
তিনি আরও জানান, গত তিন মাস আগে জুনায়েদের বাবা হামিদুল ইসলাম ঋণ করে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান। শোকাবহ পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সরকার যদি পাশে না থাকে তাহলে পরিবারের ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।
জুনায়েদের মা তাছলিমা আক্তার বারবার মোবাইলে ছেলের ছবি দেখে বুক চাপড়াচ্ছেন। তিনি বিলাপ করে বলছেন, ‘আমি আমার ছেলের লাশটা অন্তত দেখতে চাই। কিন্তু লাশ আনতে নাকি বহু টাকা লাগবে। এতো টাকা আমি এহন কই পাব। এহনো ৮ লাখ টাকা দেনা শোধ করতে পারি নাই। পাওনাদারদের টাকাই বা দিব ক্যামনে।’
জুনায়েদের মরদেহ পেতে সরকার ও দূতাবাসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন জুনায়েদের পরিবার ও তার স্বজনরা।