দ্বন্দ্বের জেরে সৌদিতে সংঘর্ষ, আহত ২০ প্রবাসী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বাংলাদেশের ভৈরবের পাগলাবাড়ির আধিপত্য বিস্তারের জেরে একটি সহিংসতার রেশ ধরে শুক্রবার সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবাসীদের দুটি ভিন্ন পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পক্ষের দুজনের অবস্থা সংকটাপন্ন।

রিয়াদ শহরের মূল সড়কে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। পরে ঘটনাস্থলে রিয়াদ থানা পুলিশ ধাওয়া করলে দুই পক্ষের প্রাই দুইশতাধিক লোকজন পালিয়ে যায়। এ সময় এক পক্ষের দুজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ভৈরবের পাগলাবাড়ির প্রবাসী সুলাইমান নয় বছর পরে দেশে এসে তার বাবার কবর জিয়ারত করতে যায়। ফেরার পথে পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন মটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়। এই ঘটনা সৌদি আরবের রিয়াদে জানাজানি হলে অবস্থানরত লন্দীয়া গ্রামের প্রবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টার দিকে দুই পক্ষের প্রায় দুইশতাধিক প্রবাসী শেখ বাড়ি ও পাগলাবাড়ির পক্ষে ভাগ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে ইটপাটকেলের আঘাতে প্রায় ২০জন আহত হয়। সংঘর্ষে পাগলা বাড়ির রহিস মিয়া এবং শেখ বাড়ির আনু মিয়া গুরুতর আহত হয়। আহতরা সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লন্দীয়া গ্রামের তিন শতাধিক লোক সৌদি প্রবাসী। এর মধ্যে দুই শতাধিক মানুষ সৌদির রিয়াদে অবস্থান করে। এদের মধ্যে বেশিরভাগ লোক পাগলা বাড়ি ও শেখ বাড়ির বংশের। প্রায় ২০ বছর যাবত লন্দীয়ার লোকজন রিয়াদে অবস্থান করছেন। নিজেদের গ্রামে প্রায় আট থেকে ১০ বছর যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠিগত দ্বন্দ্ব চলমান রয়েছে। এ নিয়ে ২০২১ সালে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন খুন হন। ওই খুনের ঘটনার কারণেই বাংলাদেশে হামলার ঘটনা ঘটে। যার উত্তাপ সৌদিতে পৌঁছে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ