যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাতের চোখে এখন বক্সিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাতের চোখে এখন বক্সিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন.jpg
যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাতের চোখে এখন বক্সিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন

সম্প্রতি এশিয়ান গেমসে দীর্ঘ ৩৭ বছরের পদকখরা ঘোচাতে মরিয়া বক্সিং ফেডারেশন।

এরই প্রেক্ষিতে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদের সহযোগিতায় নতুন স্বপ্ন বুনছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত। সম্প্রতি তিনি খেলেন ৫০ কেজি লাইটওয়েট ওজন শ্রেণিতে।

জানা যায় জিনাতের জন্ম হয়েছে নিউইয়র্কে। তবে তিনি একজন বাংলাদেশী। তার শরীরে আমাদের এই বাংলাদেশেরই রক্ত বইছে। বলে রাখা ভালো জিনাতের বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। অন্যদিকে তার নানুবাড়ি অর্থ্যাৎ মায়ের বাড়ি পাবনায়।

মূলত ১৯৮৭ সালে জিনাতের বাবা-মা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এবং সেখানেই জন্ম ও বেড়ে ওঠা জিনাতের।

জিনাতে বক্সিংয়ের ব্যাপারে তার কাছেই প্রশ্ন করা হলে তিনি তার ষষ্ঠবার বাংলাদেশে এসার কথা জানান এবং সেই সাথে দেশকে জিতিয়ে আনার স্বপ্ন পূরণের কথা জানান। মাত্র ২৯ বছর বয়সী এই বাংলাদেশী যুক্তরাষ্ট্র প্রবাসীর চোখে এখন স্বপ্ন অনেক বড়।

ভবিষ্যতে নারী বক্সার জিনাত ফেরদৌস চিনের হাংঝুতে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে অংশ নিবেন এবং সেই প্রস্তুতি গ্রহণ করছেন।

যাইহোক! বর্তমানে হুট করেই তাকে নিয়ে এই আলোচনা সৃষ্টির মূল কারণ হলো জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের জিমনেসিয়ামে জুনিয়র জিমন্যাস্টকিসদের আর্থিক পুরস্কার অনুষ্ঠানে তিনি আলাদাভাবেই সকলের নজর কাড়েন।

ডেনমার্ক প্রবাসী জামাল ভূইয়া, ফিনল্যান্ডের তারিক কাজী, লন্ডনপ্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ, অ্যাথলেট ইমরানুর রহমানের কথা টেনে এনে তিনি সকলের প্রতি শুভ কামনা জানান এবং বাংলাদেশের হয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখার কথা জানান।

বাংলাদেশের এই গর্ব জিনাতের জন্যে রইলো অনেক শুভ কামনা। আশা করি চীনের এই এশিয়ান গেইমসের বক্সিং ক্যাটাগরির বিজয়ী হিসাবে পুরষ্কৃত হবে আমাদের দেশেরই এই যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ