আপনারা কী জানেন বিদেশ যাওয়ার আগে বা বিদেশ থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই নিরিবিলি পরিবেশ মাত্র ২০০ টাকায় সরকারি একটি সেন্টারে থাকা যায়। আমি নিশ্চিত অনেক প্রবাসী কিংবা তাদের পরিবার এই তথ্যটি জানেন না। অথচ ঢাকার বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে গত এক বছর ধরে এই সুবিধা চালু আছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সেন্টারের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। এয়ারপোর্টের উল্টো দিক থেকে, বিমানবন্দর স্টেশনের পাশের কাওলা বাসস্ট্যান্ড থেকে কিংবা খিলক্ষেত বাস স্ট্যান্ড থেকে রিকশা বা অটো রিকশায় করে খুব সহজেই এই সেন্টারে যাওয়া যায়। ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। খিলক্ষেতের লঞ্জনীপাড়া বললেই নামিয়ে দেবে।
এখানকার সবুজ ও নিরিবিলি পরিবেশে আপনার মনে হবে কোন রিসোর্টে আছেন। ১৪০ কাঠা জায়গা নিয়ে এই সেন্টার। একদিন থাকলে ২০০ টাকা। তিন বেলা খাবার মূল্য একদিনে ৩২০ টাকা। দুদিন থাকলে ভাড়া চারশ টাকা। দুদিনের ছয় বেলা খাবার বাবদ খরচ হবে ৬৪০ টাকা। সবকিছু মিলিয়ে দুদিনে মোট খরচ হবে এক হাজার ৪০ টাকা। অথচ ঢাকার কোন সস্তা হোটেলেও একদিনে এই টাকা খরচ হয়।
সেন্টারে নারীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে। সেন্টারে লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া সবসময় টেলিফোন সুবিধা, ইন্টারনেট ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে।
আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদেশগামী ও প্রবাসফেরত কর্মীদের জন্য এই সেন্টারটি করা হয়েছে। এ কারণেই এর নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ গতবছরের ১৮ মার্চ এর উদ্বোধন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ
গঁহরৎঁং ঝধষবযববহ , ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলমসহ মন্ত্রণালয় ও কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন তাদের সঙ্গে আমি নিজে এই সেন্টার ঘুরেছি। এরপর একাধিকবার গিয়েছি। এখানকার পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে।
আফসোস এক বছর হয়ে গেলেও বেশিরভাগ প্রবাসী এই সম্পর্কে জানেন না।
এই কথাগুলো গতবছর লিখেছিলাম। আজ আবার লিখছি। আসলে শুধুমাত্র তথ্য না জানার কারণে এই দেশের অনেক সাধারণ মানুষ অনেক সেবা থেকে বঞ্চিত হন। বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারের সেবাটিও তেমন। দারুণ একটি উদ্যোগ অথচ না জানার কারণে অনেকেই এই সুবিধা নিতে পারছে না। আমি মনে করি আমাদের গণমাধ্যম এই সেন্টার সম্পর্কে অনেক বেশি প্রচার-প্রচারণা চালাতে পারে।
বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে থাকতে বুকিংসহ সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে ০১৩১০৩৫০৫৫৫ ও ০১৭৫৪৭১৫৭২০ নম্বরে যোগাযোগ করতে পারেন। অবস্থানের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ও এয়ার টিকিটের কপি ও বহির্গমন ছাড়পত্রের কপি। সরাসরি এসে এমনকি অনলাইনেও এখানে থাকার জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ঠিকানা http://bwec.wewb.gov.bd/wewb-centre/booking/search