বালুকাময় সমুদ্র সৈকতসহ নীল উপকূলরেখা থেকে শুরু করে এক হাজার বছরেরও বেশি সময়ের আগেকার ঐতিহাসিক গন্তব্য কিংবা পাহাড়ের আঁকাবাঁকা পথচলা উপভোগ করতে ইউরোপের দেশগুলির জুড়ি মেলা ভার। চলুন তবে আজ জেনে নেওয়া যাক কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় সে-সম্পর্কে। সাথে দেখে নেওয়া যাক আপনার বাজেট এবং আগ্রহের সাথে ইউরোপের ঠিক কোন দেশটিকে মানানসই মনে হয়।
কম খরচে ইতালি ভ্রমণ
কম খরচে ইতালি ভ্রমণের বাড়তি টিপস
কম খরচে হাঙ্গেরি ভ্রমণ
আরো জানুন জামানত ছাড়াই যেভাবে ঋণ পাবেন
কম খরচে হাঙ্গেরি ভ্রমণের বাড়তি টিপস
কম খরচে পোল্যান্ড ভ্রমণ
কম খরচে পোল্যান্ড ভ্রমণের বাড়তি টিপস
বলা হয়ে থাকে ভ্রমণের জন্য পশ্চিম ইউরোপের অন্যতম সস্তা দেশ হলো এই ইতালি। ইতালির পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আপনাকে খুব অবাক করবে। দেশটিতে ভ্রমণকালীন সময়ে ঘুরে বেড়ানোর জন্য শুধু লোকাল ট্রেন এবং বাস ব্যবহার করতে পারবেন। এতে করে খরচও কমবে, ঘোরাও হবে।
বলে রাখা ভালো আপনি যদি এক ট্রিপে রোম এবং ভেনিসের দর্শনীয় স্থানগুলি দেখতে চান, তাহলে স্থানীয় ধীরগতির ট্রেনগুলি তিনগুণ বেশি সময় নেবে। তবে সুবিধার ব্যাপার হলো এসব ট্রেন আপনার কাছ থেকে শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার এক চতুর্থাংশ অর্থ চার্জ করবে।
যারা এখনো কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় তা নিয়ে চিন্তায় আছেন তারা হাঙ্গেরি দেশটি কথা ভাবতে পারেন। শুরুতেই বলে রাখি হাঙ্গেরি পূর্ব ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলির মধ্যে একটি। অবাক হচ্ছেন? ভাবছেন এই ব্যয়বহুল দেশে আবার কম খরচে ভ্রমণ করা যাবে কিভাবে? উত্তর হলো “বুদ্ধির জোরে”৷ হাঙ্গেরিতে কিন্তু চেইন ব্রিজে হাঁটা এবং ক্যাসেল হিল এলাকা ঘুরে দেখার সুযোগটা সকলেই পাবেন পুরোপুরি ফ্রিতে।
এছাড়াও দেশটির রাজধানীর প্রধান শহরে দুর্গ এলাকার কিছু আকর্ষনীয় স্থান রয়েছে। যা দেখতে হলে অর্থের দরকার। তবে চিন্তার কোনো কারণ নেই! এসব স্থানে ঘুরতে হলে খুব একটা পয়সাও খরচ হবে না। শুধু রাজধানীই নয়! পাশাপাশি তিহানির লেক রিসর্ট শহরে এবং বাইরের অ্যাডভেঞ্চারে বিনামূল্যে নিজেকে হারাতে পারবেন যেকেউ। কম খরচে হাঙ্গেরি ভ্রমণের আরকিছু সুবিধা হলো:
চলছে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় তা নিয়ে গাইডলাইন ভিত্তিক আলোচনা এবং আলোচনার এই অংশে আমরা জানবো জনপ্রিয় দেশ পোল্যান্ড সম্পর্কে। মূলত ক্রাকো এবং ওয়ারশ হলো দেশটির প্রধান এবং ভ্রমণপিয়াসুদের কাছে বেশ জনপ্রিয় একটি শহর। দেশটির বড় শহরগুলিতে থাকা জাদুঘরগুলি প্রায়ই সপ্তাহে একটি দিন বিনামূল্যে উপভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। এক্ষেত্রে আগে থেকেই অনলাইনে ঘাঁটাঘাঁটি করে কোন জাদুঘরটি কোন দিনে ফ্রি ভিজিটিংয়ের সুযোগ দেয় তা জেনে নিতে পারেন।
দেশটিতে আপনি খুব অল্প টাকায় বাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। তবে ট্রেনের ব্যাপারে যদি আগ্রহী হোন সেক্ষেত্রে বাড়কি খরচাপাতির দরকার পড়বে। সোজা বাংলায় পোল্যান্ডে বাসের চাইতে ট্রেনে যাতায়াত বেশ ব্যববহুল। আর বাসের ক্ষেত্রে ফ্লিক্সবাস নামক বাস অপারেটরটির সার্ভিস গ্রহণ করতে পারেন। এই বাসটিতে যেমন যাতায়াত-খরচ কম, ঠিক তেমনই এখানে ফ্রিতে ওয়াই-ফাইসহ অন্যান্য সুবিধা উপভোগ করার সুযোগ রয়েছে। তাছাড়া এটি একটি দূরপাল্লার বাস হিসাবে আপনাকে পোল্যান্ডের একেবারে ভেতরের শহরগুলিতে পৌঁছে দিবে। আপনার পরবর্তী মিশন অর্থ্যাৎ কম খরচে পোল্যান্ড ভ্রমণকে শতভাগ সফল করতে জেনে নিন আরোকিছু টিপস:
চেষ্টা করেছি কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় তা নিয়ে একটি গাইডলাইনভিত্তিক আলোচনা শেয়ার করার। আশা করি পুরো আয়োজনটি আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে। বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডের মতো জনপ্রিয় দেশগুলিতে যাওয়ার সৌভাগ্যটুকুও অর্জিত হবে। আপনার পরবর্তী ইউরোপ ভ্রমণের প্রতি শুভ কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।