বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দা গ্রামে নিজেদের বাগানে কাঠ বাদাম কুড়াতে গিয়ে রাখা ইঁদুর মারা টিকনাশক মেশানো চাল খেয়ে দুই বোনের মধ্যে আসমা (৫) নামে একজন মারা গেছে। ছোট বোন আছিয়াকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাগানে কাঠ বাদাম কুড়াতে গিয়ে পড়ে থাকা ইঁদুর মারা টিকনাশক মেশানো চাল খেয়ে দুই বোন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বড় বোন আসমাকে মৃত ঘোষণা করেন। আশংকাজন অবস্থায় ছোট বোন আছিয়াকে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুই শিশু মোল্লাহাট উপজেলার নগরকান্দা গ্রামের শেখ এনামুল হোসেনের মেয়ে। মোল্লাহাট থানা পুলিশ এই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেল।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজা খাতুন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কীটনাশক মেশানো চাল খাওয়া দুই বোনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই আসমা নামের বড় শিশুটির মৃত্যু হয়। আছিয়া নামের ছোট শিশুটির অবস্থা আশংকাজনক হলে দ্রত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।