দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুরে এক পরিবারের উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ট গ্রামবাসী। থানায় মিথ্যা অভিযোগ দেয়ার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রে জড়িয়ে করা হচ্ছে হয়রানি। এমন অভিযোগে মানববন্ধন করেছেন ঐ গ্রামবাসীরা।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে মোকলেসপুর হাই স্কুলের রাস্তায় প্রায় ৫শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেয় ।
বক্তারা বলেন, অভিযুক্ত পরিবারটি দীর্ঘ থেকেই প্রতিবেশীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। এমনকি নিজ বাড়ির গেটের ঢালাই সরকারি রাস্তায় বাড়িয়ে লোক ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। প্রতিবাদ করায় প্রতিবেশী শানুকে মামলায় ফাঁসানোর জন্য নিজ খড়ের পালায় আগুন লাগানোর মিথ্যা অভিযোগ দিয়েছে।
স্থানীয় সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে গ্রামবাসীকে কোনঠাসা করে রাখারও অভিযোগ তুলেছেন মানবন্ধনে অংশ নেয়া মকছেদ আলী, রেজাউল ইসলামসহ অনেকে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকায় শান্তিপুর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানান মানববন্ধনকারীরা।