কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৬

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৬: মাসিক ২.৬ লাখ টাকা ভাতা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৬: মাসিক ২.৬ লাখ টাকা ভাতা 

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৬: মাসিক ২.৬ লাখ টাকা ভাতা.jpg

মাসিক ২.৬ লাখ টাকা ভাতাসহ ফুল ফান্ডেড উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। টিউশন ফি, থাকা-খাওয়া, বিমান টিকিট সব মিলিয়ে খরচের হিসাব শুনলেই যাদের আর বিদেশে পড়াশোনার কোনো ইচ্ছাই থাকে না তারা এই কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। রাউন্ড এয়ার টিকিটসহ সবকিছুর খরচ তারা প্রোভাইড করবে। আর কি লাগে! আসুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করি।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় পরিচিতি

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় বা HBKU হলো কাতারের রাজধানী দোহার বিখ্যাত Education City তে অবস্থিত বেশ জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়ে থাকে। অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের একটি রিসার্চ-ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পাওয়ায় অনেকেরই এখানে পড়াশোনার স্বপ্ন থাকে। যেখানে রয়েছে:

  • সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা
  • ফুল ফান্ডেড স্কলারশিপ
  • মুসলিম-বান্ধব পরিবেশ
  • নিরাপদ ও আধুনিক দেশ কাতারে বসবাসের সুযোগ

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের সেশন 

যারা কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা মূলত ২০২৬-২০২৭ সেশনে পড়াশোনা করবেন। আর প্রোগ্রাম লেভেল হিসাবে থাকবে:

  • অনার্স (Bachelor)
  • মাস্টার্স (Master’s)
  • পিএইচডি (PhD)

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপে কী কী সুবিধা পাবেন?

এই স্কলারশিপকে Fully Funded বলা হয়ে থাকে। সো বুঝতেই পারছেন এখানে আপনার পড়াশোনা হবে একেবারে ফ্রি। আর সুবিধা হিসাবে পাবেন:

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

  • মাসিক ভাতা হিসাবে ৭,৫০০ কাতারি রিয়াল মানে বাংলাদেশি টাকায় প্রায় ২,৬০,০০০ টাকা
  • ফ্রি ইউনিভার্সিটি আবাসন
  • বাংলাদেশ ↔ কাতার রাউন্ড এয়ার টিকিট
  • বিবাহিত শিক্ষার্থীদের জন্য আলাদা ফ্যামিলি অ্যাকোমোডেশন
  • অনেক প্রোগ্রামে IELTS ছাড়াই আবেদন করার সুযোগ 

তবে এখানে আপনাকে মনে রাখতে হবে এই ইউনিভার্সিটির আবেদন ফি প্রায় ১৬,০০০ টাকা। যা আপনাকে নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদন

এবার আসি কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আন্ডারে কোন কোন কলেজ ও সাবজেক্টে আবেদন করা যাবে সে ব্যাপারে। প্রথমত বলে রাখি কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে একাধিক কলেজ। যেখানে বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনার সুযোগ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কলেজ হলো:

  • College of Islamic Studies
  • College of Humanities & Social Sciences
  • College of Science & Engineering
  • College of Law
  • College of Health & Life Sciences
  • College of Public Policy
  • College of Economics & Management

তাছাড়া ইসলামিক স্টাডিজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স, পাবলিক পলিসি প্রায় সব আধুনিক ও ডিমান্ডিং সাবজেক্টই এখানে কাভার করা হয়।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু বেসিক যোগ্যতা পূরণ করতে হবে। যেমন আপনাকে ন্যূনতম CGPA ৩.০ / ৪.০ পেতে হবে। IELTS এ স্কোর থাকতে হবে সাধারণত ৬.৫। যদি আপনার আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে তাহলে এই স্কোর কিছুটা কম হলেও সমস্যা হবে না। তাছাড়া আপনাকে নির্বাচিত প্রোগ্রামের নির্দিষ্ট একাডেমিক শর্ত পূরণ করতে কবে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও SOP সুন্দরভাবে গোছানো থাকতে হবে।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদন করতে হলে কি কি লাগবে? 

স্কলারশিপের জন্য আবেদন করার আগে নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখলে পুরো প্রসেস অনেক সহজ হয়ে যাবে:

  • পাসপোর্ট ও পাসপোর্ট সাইজ ছবি
  • সব একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
  • কমপক্ষে ২টি Recommendation Letter
  • গোছানো Statement of Purpose বা SOP
  • IELTS বা Medium of Instruction সার্টিফিকেট
  • একটি Updated CV
  • প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সাপোর্টিং ডকুমেন্ট

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদনের শেষ সময়

যারা হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা মনে রাখবেন আবেদনের শেষ সময় হলো ১ ফেব্রুয়ারি ২০২৬। আর ক্লাস শুরু হবে সেপ্টেম্বর ২০২৬ থেকে। তাই বলছি ডেডলাইনের একদম শেষ মুহূর্তে না গিয়ে আগেভাগেই আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

কারা এই স্কলারশিপে বেশি চান্স পেয়ে থাকে? 

বাস্তব কথা বলতে গেলে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড পরিষ্কার, SOP-এ লক্ষ্য স্পষ্ট, যাদের রিসার্চ বা এক্সট্রা-কারিকুলার অভিজ্ঞতা আছে এবং কাতারে পড়াশোনা শেষে কী করতে চায়, সেটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে তাদের সিলেকশনের সম্ভাবনা তুলনামূলক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ