
মাসিক ২.৬ লাখ টাকা ভাতাসহ ফুল ফান্ডেড উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। টিউশন ফি, থাকা-খাওয়া, বিমান টিকিট সব মিলিয়ে খরচের হিসাব শুনলেই যাদের আর বিদেশে পড়াশোনার কোনো ইচ্ছাই থাকে না তারা এই কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। রাউন্ড এয়ার টিকিটসহ সবকিছুর খরচ তারা প্রোভাইড করবে। আর কি লাগে! আসুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করি।
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় বা HBKU হলো কাতারের রাজধানী দোহার বিখ্যাত Education City তে অবস্থিত বেশ জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়ে থাকে। অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের একটি রিসার্চ-ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পাওয়ায় অনেকেরই এখানে পড়াশোনার স্বপ্ন থাকে। যেখানে রয়েছে:
যারা কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা মূলত ২০২৬-২০২৭ সেশনে পড়াশোনা করবেন। আর প্রোগ্রাম লেভেল হিসাবে থাকবে:
এই স্কলারশিপকে Fully Funded বলা হয়ে থাকে। সো বুঝতেই পারছেন এখানে আপনার পড়াশোনা হবে একেবারে ফ্রি। আর সুবিধা হিসাবে পাবেন:
তবে এখানে আপনাকে মনে রাখতে হবে এই ইউনিভার্সিটির আবেদন ফি প্রায় ১৬,০০০ টাকা। যা আপনাকে নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
এবার আসি কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আন্ডারে কোন কোন কলেজ ও সাবজেক্টে আবেদন করা যাবে সে ব্যাপারে। প্রথমত বলে রাখি কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে একাধিক কলেজ। যেখানে বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনার সুযোগ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কলেজ হলো:
তাছাড়া ইসলামিক স্টাডিজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স, পাবলিক পলিসি প্রায় সব আধুনিক ও ডিমান্ডিং সাবজেক্টই এখানে কাভার করা হয়।
স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু বেসিক যোগ্যতা পূরণ করতে হবে। যেমন আপনাকে ন্যূনতম CGPA ৩.০ / ৪.০ পেতে হবে। IELTS এ স্কোর থাকতে হবে সাধারণত ৬.৫। যদি আপনার আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে তাহলে এই স্কোর কিছুটা কম হলেও সমস্যা হবে না। তাছাড়া আপনাকে নির্বাচিত প্রোগ্রামের নির্দিষ্ট একাডেমিক শর্ত পূরণ করতে কবে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও SOP সুন্দরভাবে গোছানো থাকতে হবে।
স্কলারশিপের জন্য আবেদন করার আগে নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখলে পুরো প্রসেস অনেক সহজ হয়ে যাবে:
যারা হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা মনে রাখবেন আবেদনের শেষ সময় হলো ১ ফেব্রুয়ারি ২০২৬। আর ক্লাস শুরু হবে সেপ্টেম্বর ২০২৬ থেকে। তাই বলছি ডেডলাইনের একদম শেষ মুহূর্তে না গিয়ে আগেভাগেই আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
বাস্তব কথা বলতে গেলে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড পরিষ্কার, SOP-এ লক্ষ্য স্পষ্ট, যাদের রিসার্চ বা এক্সট্রা-কারিকুলার অভিজ্ঞতা আছে এবং কাতারে পড়াশোনা শেষে কী করতে চায়, সেটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে তাদের সিলেকশনের সম্ভাবনা তুলনামূলক বেশি।