অস্ট্রেলিয়ায় শুরু হলো ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২’। ভিক্টোরিয়ার গিলংয়ে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।
এক নজরে দুই দলের আজকের একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমান্তা চামিরা, প্রামোদ মধুশন, মহেস থিকসানা।
নামিবিয়া: ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।