শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন

টাকা না থাকলেও কম খরচে যেভাবে ঘুরে আসবেন কক্সবাজার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
টাকা না থাকলেও কম খরচে যেভাবে ঘুরে আসবেন কক্সবাজার.jpg

টাকা না থাকলে কম টাকায় যেভাবে কক্সবাজার ঘুরে আসবেন

পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো বাংলাদেশের কক্সবাজার যেখানে সাগরের গর্জন শুনে মন শান্ত হয়ে যায়। কিন্তু অনেকেই ভাবেন কক্সবাজার মানেই বিশাল খরচ, হোটেল ভাড়া, বাস ভাড়া, খাবারের দাম সব মিলিয়ে আপনি এক্কেবারে ফকির হয়ে যাবেন।

কিন্তু আপনাকে যদি বলি সস্তায় আপনি কক্সবাজার ঘুরে আসতে পারবেন, সেটা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, কিছু টেকনিক্যাল প্ল্যান আর কিছু বাজেট ফ্রেন্ডলি সিদ্ধান্তের মাধ্যমে আপনি মাত্র ৪,০০০-৫,০০০ টাকার মধ্যেই কক্সবাজারে ভ্রমণ করতে পারেন। তো, দেরি না করে চলুন আজকের আর্টিকেলেই শুরু করি সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন সেই সম্পর্কে ডিটেইলস আলোচনা।

কম টাকায় কক্সবাজারে যেভাবে যাতায়াত করবেন

আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে যেতে চান, তাহলে সবচেয়ে সস্তা উপায় হলো নন-এসি বাস। কারণ এসি বাসগুলো নামমাত্র সুবিধা শো অফ করার মাধ্যমে আপনার কম বাজেটের প্রায় অর্ধেকটাই গিলে খাবে।
সৌদিয়া, শ্যামলী, হানিফ, এস আলম পরিবহনের মতো নন-এসি বাসে টিকিট রেট পড়ে মাত্র ৮০০–৯০০ টাকা। রিটার্নসহ মিলিয়ে প্রায় ১,৮০০ টাকা ধরা যায়। রাতের বেলা বাসে রওনা দিলে এক রাতের হোটেল ভাড়াও বেঁচে যায়। অর্থাৎ আপনি ট্রাভেল আর এক্সট্রা সেভিংস দুই সুবিধাই পাবেন একসাথে!

কক্সবাজার ট্যুরে বাস ভ্রমণের সুপার কিছু টিপস

বাস টিকিট আগে থেকে বুক করে রাখবেন। এক্ষেত্রে অফার থাকলে পেয়ে যেতে পারেন ১০–২০% ছাড়। আর গ্রুপে গেলে মাইক্রোবাস বা প্রাইভেট গাড়ি নিলে মাথাপিছু খরচ আরও কমে যাবে।

কক্সবাজার ট্যুরে কম টাকায় হোটেল কোথায় পাবেন?

সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন, সেটা অনেকটাই নির্ভর করে হোটেল খরচের উপর। অনেকে ভেবে থাকেন হোটেল মানেই হাজার হাজার টাকা। কিন্তু রিয়েলিটি হলো, আপনি চাইলে ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যেই এক রাত থাকা সম্ভব! এক্ষেত্রে সেখানকার কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম হলো:

  • হোটেল সাগরদীঘি
  • হোটেল সী-সান
  • হোটেল পার্ক ইন
  • হোটেল সী-প্যালেস ইত্যাদি।

কক্সবাজার ট্রিপ নিয়ে মাথানষ্ট কিছু টিপস

সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন তা কিন্তু সিলেকশন আর টাইমিংয়ের ওপরও নির্ভর করে। সম্ভব হলে অনলাইনে Booking.com বা Agoda ব্যবহার করুন। এর সাধ্যমে বড় ঝামেলা থেকে বেঁচে যাবেন। অফসিজনে গেলে দাম অর্ধেকে নেমে আসে। তাই ট্রিকস খাটিয়ে ট্যূরে যান।

কক্সবাজারে কম খরচে খাওয়া-দাওয়া

ক্কসবাজরের মতো সুন্দর একটা বিচে ফিশ ফ্রাই খেতে সবার ভালোই লাগে। কিন্তু যদি প্রতিবার হোটেলের দামি রেস্টুরেন্টে খান, তাহলে বাজেট ফেঁসে যাবে।
আর তাই সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন সিরিজের গুরুত্বপূর্ণ টিপস হলো খাবার ম্যানেজম্যান্ট। এক্ষেত্রে ওখানকার লোকাল হোটেল বা মামার হোটেলটাইপ রেস্টুরেন্টে খাবার খাবেন।

এখানে আপনি পাবেন সকালের নাশতা ৫০–৭০ টাকায়, দুপুর/রাতের খাবার ১০০–১৫০ টাকায় এবং  চা, নাস্তা ও হালকা জলখাবার পাবেন মাত্র ২০–৫০ টাকায়।

কক্সবাজারে কম খরচে ঘোরাঘুরি কিভাবে করবেন?

কক্সবাজার গেলেন আর ঘোরাঘুরি করলেন না, তাহলে তো আর হলো না। সস্তায় কক্সবাজার ঘুরে আসতে চাইলে কিছু ট্রিকস আপনাকে অবশ্যই খাটাতে হবে। কক্সবাজারে আছে অনেক দর্শনীয় স্থান। যেমন ইনানী, হিমছড়ি, লাবনী পয়েন্ট, সুগন্ধা, মারমেইড বিচ, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, ইত্যাদি। এসব জায়গাতে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট প্ল্যান হতে পারে এমন:

  • লোকাল শেয়ারিং টমটম ২০–৩০ টাকা
  • ব্যাটারিচালিত অটো ১০–১৫ টাকা
  • রিকশা ২০–৪০ টাকা
  • গ্রুপিং করে গাড়ি রিজার্ভ করলে খরচ আরো কম

কক্সবাজারে ফ্রি বা কম খরচে ঘোরার স্পট

পুরো কক্সবাজার এরিয়াটাই দারুণ একটা ট্যুরিস্ট স্পট। কিন্তু কম খরচে সব স্পটে ঘোরা সম্ভব নয়। কিন্তু সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন, তার উত্তর ঝিনুকের মতো লুকিয়ে আছে এইসব স্পটগুলোর মধ্যে। যেগুলো একদম ফ্রি বা সামান্য খরচেই উপভোগ করা যায়।
সেগুলো হলো লাবণী বিচ একদম ফ্রি এন্ট্রি, সুগন্ধা পয়েন্ট একদম ফ্রি এন্ট্রি, হিমছড়ি এন্ট্রি ফি ৩০ টাকা, ইনানী বিচ মাথাপিছু ৫০–১০০ টাকা আর কেনাকাটার জন্য বার্মিজ মার্কেট এবং চোখের শান্তির জন্য ফ্রি তে সাগরের ঢেউ দেখার সুযোগ তো আছেই।

কক্সবাজারে যেভাবে সস্তায় শপিং করবেন

শপিং করতে গেলে কক্সবাজারে চোখে পড়বে ঝিনুক, মুক্তা, কাঠের সামগ্রী, বার্মিজ চটপটি ইত্যাদির ওপর। তবে বাজেট ট্রাভেল হলে শপিং হবে সীমিত। তাই খবার, হোটেলসহ বিভিন্ন দিকের টাকা সেইভ করে মার্কেট ঘুরে কিনতে পারবেন পছন্দের জিনিস একদম সস্তায়।

কক্সবাজার ট্যুরের আনুমানিক খরচ

সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন তা তো জানলেন এবার জেনে নিন এই প্ল্যান অনুযায়ী আপনার ঠিক কত খরচ হতে পারে:

  • যাতায়াত ১,৮০০ টাকা
  • হোটেল ২ রাতের জন্য ১,২০০ টাকা
  • খাবার ১,২০০ টাকা
  • ঘোরাঘুরি ৫০০ টাকা
  • শপিং ও এক্সট্রা ৩০০ টাকা
  • অর্থ্যাৎ মোট খরচ পড়বে মাত্র ৫,০০০ টাকা

ইতিকথা

আপনি যদি সত্যিই জানতে চান সস্তায় কিভাবে কক্সবাজার ঘুরে আসবেন, তাহলে আমাদের এই আর্টিকেলে আপনার জন্য একদম বাস্তবসম্মত গাইড আছে। সো একটু হিসেব করে, সিজন বুঝে গেলে, লোকাল ট্রান্সপোর্টে ঘুরে বেড়ালে, আর মোবাইলে খুঁটিনাটি খোঁজ রাখলে খুব সহজেই আপনি ৪,০০০ থেকে ৫,০০০ টাকায় কক্সবাজার ঘুরে আসতে পারবেন। তাই দেরি না করে আজই বেড়িয়ে পড়ুর নতুন কিছু সুন্দর স্মৃতি তৈরির উদ্দেশ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ