ইস্তেগফারের ক্ষমতা কত বিশাল,তা কি জানেন?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
ইস্তেগফার

ইস্তেগফার আপনার জীবনকে বদলে দিতে পারে।জীবনের সব আশা পূরণ করতে এই অভ্যাস গড়ে তুলুন । আজ আপনাদের জানাবো ইস্তাগফারের মূল্য কত বিশাল।কত বড় উপকার এই আস্তাগফিরুল্লাহ বলার মাঝে?

 

আমরা সবাই চারজন বড় বড় ইমামের নাম নিশ্চয়ই শুনেছি।তার মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমাদ ইবনে হাম্বাল।তিনি অনেক বড় মোহাদ্দিস ছিলেন।তার সংগ্রহে ছিল প্রায় চল্লিশ হাজার হাদিস।তিনি তার শেষ বয়সটি হাদীস সংগ্রহ,হাদীস পাঠ করেই কাটিয়েছেন।এমনই একদিন,তিনি হাদীস তালাশ করতে বের হয়ে গেলেন অজানা গন্তব্যে। হঠাৎ করে এশার নামাজের পর তিনি আর হাঁটতে পারছেন না।

তিনি ভাবলেন,আজকে রাতটা এই মসজিদে কাটিয়ে দিলে ভালো হবে।সকালে ফজর নামাজ পড়ে আবার হাঁটা ধরবো।এই ভেবে তিনি মসজিদে শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে তাকে বের করে দিলো।তিনি আবদার করলেন অনেক। কিন্তু দারোয়ান তার কথা শুনলেন না। বৃদ্ধ হাম্বাল কোনো উপায় না পেয়ে বের হয়ে গেলেন তার জিনিসপত্র নিয়ে। হাঁটতে হাঁটতে একটা বাজারে এসে তিনি দেখতে পেলেন একটা রুটির দোকান।সেখানে গিয়ে তিনি রুটিওয়ালাকে বললেন,ভাই আমি কি আপনার এখানে একটু বসতে পারি।রুটি বিক্রেতা বসতে বললেন।ওখানে বসা ইমাম হাম্বাল দেখলেন রুটি বিক্রেতা লোকটি সব কাজেই আস্তাগফিরুল্লাহ পাঠ করছেন।ইমাম হাম্বালের মাঝে একটু আগ্রহ জাগলো,এই লোক রুটি তৈরি করতেও আস্তাগফিরুল্লাহ বলে,রুটি দিয়েও আস্তাগফিরুল্লাহ বলে।টাকা নেয়ার সময়ও আসতাগফিরুল্লাহ বলে।ঘটনা কি?তিনি জিজ্ঞেস করলেন,তখন রুটি বিক্রেতা বলে আমি একজন মোস্তাদে আবু দাওয়া। অর্থাৎ আল্লাহ তার সব দোয়া কবুল করে নেন।তখন ইমাম আহমাদ ইবনে হাম্বাল বলে উঠলো,তুমি কিভাবে বলতে পারো তুমি মোস্তাদে আবু দাওয়া?আমি এত বছর হাদীস লিখে আসছি আমি এখনো মোস্তাদে আবু দাওয়া হতে পারিনি।রুটি বিক্রেতা তখন বলে উঠলেন, হুজুর আমার সব দোয়া আল্লাহ্ কবুল করে নেয় এই আস্তাগফিরুল্লাহর উছিলায়।

শুধু একটা দোয়া ছাড়া।তখন ইমাম হাম্বাল বলে উঠলেন,কি সেই দোয়া?লোকটি বললো,আমি আল্লাহর কাছে দোয়া করি এই সময়ের সবচেয়ে বড় আলেম,হাদীস বিশারদ আহমাদ ইবনে হাম্বালকে দেখে যাতে আমি মারা যেতে পারি।এই কথা শুনে ইবনে হাম্বালের চোখে পানি চলে এলো।সে বলে উঠলো,ওহে মোস্তাদে আবু দাওয়া তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে নিলেন।আল্লাহু আকবার।কতটা ইবাদত আর কতটা ক্ষমার বিনিময়ে মোস্তাদে আবু দাওয়া হওয়া যায়?প্রিয় দর্শক দেখলেন ইস্তেগফার কতটা শক্তিশালী?

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,

আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তারপর তার কাছে ফিরে যাও, (তাহলে) তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দেবেন।’ (সূরা হুদ : আয়াত ৩)

এছাড়াও ইস্তেগফার নিয়ে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইসতেগফার (তওবা) করবে, আল্লাহ ওই বান্দাকে তার সব সংকট থেকে উত্তরণের (মুক্তির) পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা (পেরেশানি) মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিক-এর ব্যবস্থা করে দেবেন।’ (আবু দাউদ, ইবনে মাজাহ)

সুবহানাল্লাহ,কতটা তৃপ্তিময় এই হাদীস। অকল্পনীয় উৎস থেকে আপনার চাহিদা পূরণ হবে।আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তগফার পড়ার তৌফিক দান করুন।আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ