সৌদির প্রবাসীদের জন্য নতুন সেবা চালু করল দূতাবাস

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
কনস্যুলার সেবা প্রদান

সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) থে‌কে এ সেবা প্রদান শুরু হয়েছে। প্রথম দিনেই কয়েকশ বাংলাদেশি সেবা নিয়েছেন বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: বিশেষ আউট পাস পাবেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা

 

সাধারণত অভিবাসীদের পাসপোর্ট রি-ইস্যু, ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়। এ ছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা দেওয়া হয়। এসময় অভিবাসীদের সুবিধার জন্য প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।

দূতাবাসে সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদির আইন কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। তাছড়া বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এসময় সেবা দেন দূতাবাসের বিভিন্ন উইং-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কনস্যুলার সেবা শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ