
বিদেশে ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই কি শুধু ইউরোপ বা আমেরিকা? না। অনেক শিক্ষার্থীর স্বপ্নের গন্তব্য এখন তুরস্ক। আর সেই স্বপ্ন বাস্তব করার সবচেয়ে বড় সুযোগ হলো তুরস্ক বুরসলারি স্কলারশিপ। এই স্কলারশিপকে অনেকেই বলেন এক আবেদনে পুরো জীবন বদলে দেওয়ার সুযোগ।
আর আমাদের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন তুরস্ক বুরসলারি স্কলারশিপ কী, কারা আবেদন করতে পারবেন, কী কী সুবিধা পাওয়া যাবে, আবেদন প্রক্রিয়া কেমন, যোগ্যতা কি কি লাগবে, বাস্তব সত্য এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস। আর সবকিছু থাকবে একদম পরিষ্কারভাবে।
Türkiye Bursları হলো তুরস্ক সরকারের সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত একটি Fully Funded Scholarship Program। যা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেওয়া হয়।
এই স্কলারশিপের মাধ্যমে তুরস্ক সরকার চায় বিশ্বব্যাপী মেধাবী শিক্ষার্থীদের এক জায়গায় করে তাদের শিক্ষা এবং কালচারাল ডিপ্লোমেসিকে শক্তিশালী করতে।
এই স্কলারশিপে প্রায় সব একাডেমিক লেভেলের জন্য আবেদন করা যাবে। যেমন:
Undergraduate বা Bachelor: HSC বা সমমান শেষ করা শিক্ষার্থীরা মানে বয়স সাধারণত ২১ বছরের নিচে যারা তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
Master’s: স্নাতক ডিগ্রি সম্পন্ন স্টুডেন্ট মানে বয়স সাধারণত যাদের ৩০ বছরের নিচে তারা এই মাস্টার্সের জন্য আবেদন করতে পারবে।
PhD: মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীরা যাদের বয়স সাধারণত ৩৫ বছরের নিচে তারা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও রয়েছে:
মনে রাখবেন তুরস্ক বুরসলারি অন্য স্কলাশিপের থেকে আলাদা। এই স্কলারশিপে আপনি যা যা পাবেন তা হলো:
মানে সত্যি কথা বলতে তুরস্ক বুরসলারি স্কলারশিপে স্টুডেন্ট হিসেবে প্রায় কোনো খরচই থাকে না।
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর সরাসরি উত্তর হলো বেশিরভাগ ক্ষেত্রে IELTS বাধ্যতামূলক হবে না। কারণ অনেক প্রোগ্রামে IELTS ছাড়াই আবেদন করা যাবে। তাছাড়া ইউনিভার্সিটি চাইলে পরে ইংরেজি দক্ষতা যাচাই করে নিবে। পাশাপাশি তুর্কি ভাষা শেখানোর ব্যবস্থা স্কলারশিপেই থাকে। তবে IELTS থাকলে সিলেকশন চান্স বাড়ে…এটা সত্য।
তুরস্ক বুরসলারি স্কলারশিপের জন্য সাধারণত যে যোগ্যতাগুলো দরকার:
১. ভালো একাডেমিক রেজাল্ট হিসাবে আপনার থাকতে হবে Bachelor-এর জন্য সাধারণত ৭০%+ এবং Master’s ও PhD-এর জন্য ৭৫%+।
২. আপনার বয়স তাদের নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে।
৩. নির্দিষ্ট প্রোগ্রামের শর্ত পূরণ করতে হবে এবং গোছানো মেডিকেল ও চরিত্রগত যোগ্যতা থাকতে হবে।
৪. মনে রাখতে হবে আপনি যদি কোনো রাজনৈতিক আশ্রয়প্রার্থী হোন তবে আবেদন করতে পারবেন না। এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্ত।
এবার আসি তুরস্ক বুরসলারি স্কলারশিপে আবেদন করার নিয়মের ব্যাপারে। মনে রাখবেন আবেদন প্রক্রিয়া কিন্তু পুরোপুরি অনলাইন এবং ফ্রি। আর আবেদন করার সময় সাধারণত যেসব ডকুমেন্ট লাগবে সেসব ডকুমেন্টস হলো আপনার:
মনে রাখবেন এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো এজেন্সি লাগবে না। সাথে কোনো আবেদন ফি নেই…যা এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা।
মেইনলি তুরস্ক বুরসলারি স্কলারশিপের সিলেকশন প্রসেস হয় বেশ কয়েকটি ধাপে। যেমন:
আর এই স্কলারশিপের ইন্টারভিউতে সাধারণত প্রশ্ন করা হয় কেন তুরস্ক? আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী? ভবিষ্যতে নিজের দেশকে কীভাবে প্রতিনিধিত্ব করবেন?
এবার আসি তুরস্কে স্টুডেন্ট লাইফ কেমন সে ব্যাপারে। এখানে লাইফস্টাইল খরচ তুলনামূলক কম। তাছাড়া মুসলিম কান্ট্রি হওয়ায় খাবার ও কালচার আপনার জন্য অনেক সহজ হবে। পাবেন ইউরোপ ও এশিয়ার মিশ্র সংস্কৃতি। সাথে রয়েছে নিরাপদ ও স্টুডেন্ট-ফ্রেন্ডলি পরিবেশ। তবে হ্যাঁ…তুরস্কে শীত কিছুটা কষ্টকর হতে পারে। যাবার আগে এটা মাথায় রাখবেন।
কোনো সুগারকোটিং ছাড়া তুরস্ক বুরসলারি স্কলারশিপের ব্যাপারে যদি বাস্তব সত্য বলতে হয় তবে বলবো এই স্কলারশিপটি খুবই প্রতিযোগিতামূলক। তাই এখানে SOP ও ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আবেদনের ক্ষেত্রে শুধু রেজাল্ট ভালো হলেই হবে না। কতৃপক্ষ আপনার নেতৃত্ব, সামাজিক কাজ, ভবিষ্যৎ ভিশন সবই ভালোমতো চেক করে দেখবে।