কিভাবে ওয়ার্কার ভিসায় স্পেনে যাওয়ার যায়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
ওয়ার্কার ভিসা

 

মৌসুমী কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়৷ আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেয়া হয় না৷ কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজ শেষে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়৷

এই সময়টাতে অন্য কাজ করতে দেয়া না হলেও, ইউরোপের কিছু দেশ মৌসুমী ভিসায় আসা কর্মীদের পড়াশোনার বা প্রশিক্ষণের সুযোগ দেয়।

স্পেনে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে, যে বিষয়গুলো আপনার জানতে হবে

স্পেনে যদি সাধারণ কাজের চুক্তি থাকে, তাহলে ৯০ দিনের ভিসা দেয়া হয়। আর স্পেনে পৌঁছে কাজ শুরু করার আগে দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনায় আপনাকে নিবন্ধিত হতে হবে।

আরো পড়ুন  সৌদি আরবে বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ

                    স্টুডেন্ট ভিসা নিয়ে কখন কানাডায় আসা উচিত !

সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত হওয়ার এক মাসের মধ্যে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র পেতে আপনাকে ফরেইন ন্যাশনাল অফিসে অথবা নির্ধারিত থানায় আবেদন করতে হবে।

চুক্তি যদি মৌসুমী কাজের জন্য হয়, তাহলে চুক্তির সময়সীমা অনুযায়ী ভিসা দেয়া হয়। সেক্ষেত্রে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র আর নিতে হয় না। মৌসুমী কাজ সাধারণত বছরে নয় মাস মেয়াদের হয়।

সাধারণত স্পেনের একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমী কাজের ভিসা দেয়া হয়।

আপনাকে প্রমাণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি স্পেনে প্রবেশ করেননি।

আপনি যদি অতীতে কখনও স্বেচ্ছায় স্পেন ছেড়ে নিজ দেশে ফিরে গিয়ে থাকেন, তাহলে আবারও স্পেনে আসার আগে আপনাকে প্রমাণ করতে হবে, স্পেনে না ফেরার অঙ্গীকার বা নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে।

মৌসুমী কাজে স্পেন আসতে চাইলে, আপনার চাকরিদাতাকে আপনার ভিসায় উল্লেখ করা মেয়াদকাল পর্যন্ত কাজ করানোর সামর্থ্য থাকতে হবে।

চাকরিদাতাকে প্রমাণ করতে হবে কর্মীদের সব আইনি চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ তার রয়েছে।

স্পেনে মৌসুমি কাজের বেশিরভাগই কৃষি। কর্মসংস্থান ও সমাজকল্যাণ মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কাজ করার অনুমতি দেয়।

মৌসুমী ভিসার ঘোষণা

স্প্যানিশ সরকারের ‘সার্কুলার মাইগ্রেশন’ নামে একটি প্রকল্প আছে। এর আওতায় অস্থায়ী এবং মৌসুমী কর্মীদের স্পেনে আনতে বেশ কিছু দেশের সঙ্গে তাদের চুক্তিও আছে। যা সংক্ষেপে ‘টিসিএলএম’ নামে পরিচিত।

দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো, সেনেগাল, গুয়াতেমালা, হন্ডুরাস, ইকুয়েডর এবং কলম্বিয়া৷ আরো বিস্তারিত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখুন।

কত সংখ্যক ওয়ার্ক পারমিট জারি করা হয়?

এটি আসলে কর্তৃপক্ষ ও একটি বছরের ওপর নির্ভর করে৷।এ বছরের মার্চে স্প্যানিশ সরকার জানায়, তারা কৃষিখাতে সেনেগালের কর্মীদের জন্য টিসিএলএম বাড়াবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফসল কাটার মৌসুমে একশ জন সেনেগালিজ কর্মী আনার ঘোষণা দিয়েছে স্পেন।

এর আগের বছরগুলোতে, কৃষিখাতে মরক্কো থেকে অন্তত ১৫ হাজার কর্মী এনেছে স্পেন। আর এ বছর, হন্ডুরাস থেকে ৪১৫ জন মৌসুমী কর্মী এবং ইকুয়েডর থেকে ১০২ জন মৌসুমী কর্মী আনা হবে৷ রয়টার্স জানিয়েছে, তারা পাঁচ মাস স্পেনে থাকবেন।

স্পেনে ভিসার  আবেদন করবেন যেভাবে

কাজের কিংবা রেসিডেন্স ভিসার আবেদন করার আগে, অবশ্যই আপনার নিয়োগকর্তার কাছে প্রোভিনশিয়াল অ্যালিয়েনস অ্যাফেয়ার অফিসের কিংবা স্পেনের শ্রম শাখার নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে।

আপনি যদি আপনার রেসিডেন্স বা কাজের চুক্তি নবায়ন করতে চান, তাহলে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে আপনাকে আবেদন করতে হবে। কাজ বা রেসিডেন্স ভিসার জন্য আপনি যে দেশে আছেন, সেই দেশের স্প্যানিশ কনস্যুলেট বা দূতাবাস থেকে আবেদন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ