শিরোনাম:
জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস  ইতালি ভিসা খরচ | ইতালি ভিসার ধরনসমূহ | আবেদনের উপায়  কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনে যা যা করবেন কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত 

নাই বাদ্য বাজনা, বসেনি মেলা: ব্যতিক্রমীভাবে ওরশ শরীফ উদযাপিত হয় ফটিকছড়ির যে দরবার শরীফে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনের যুগশ্রেষ্ঠ কাণ্ডারী

ওরশ উপলক্ষ্যে জমেনি গতানুগতিক কোনো মেলা, বসেনি দোকানপাট। হয়নি বাদ্য বাজনা। পর্দা খেলাপ করে ছিলনা নারী পুরুষের অবাধ চলাফেরা। অত্যন্ত শ্রদ্ধার সাথে জমায়েত হয়েছেন ভক্তবৃনদরা। ওরশ উদযাপনের গতানুগতিক ধারার বাইরে এমন এক ব্যতিক্রমী ওরশ শরীফ উদযাপিত হয়েছে ফটিকছড়ির হারুয়ালছড়ি দরবার শরীফে।

বিগত ১২ বছর যাবত এই নিয়মেই শিক্ষামূলক ও কল্যাণকর তরিকত ভিত্তিক সমর্থিত আয়োজনের মধ্য দিয়ে সুন্নীয়ত ও মাইজভাণ্ডারী ত্বরীক্বা দর্শনের যুগশ্রেষ্ঠ কাণ্ডারী হযরতুল আল্লামা মাওলানা “কাযী সৈয়্যদ হারুনুর রশীদ (র.) এর উরসে পাক অনুষ্ঠিত হয়ে আসছে।

ওরশে পাক উদযাপন উপলক্ষে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ এর ব্যবস্থাপনায় বিভিন্ন মাদ্রাসা-স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

০৩ ফেব্রুয়ারি শুক্রবার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, হামদ, না’ত, গযল পরিবেশন ও আউলিয়া-এ কিরামদের আদর্শ ভিত্তিক ধর্ম-দর্শন বিষয়ক আলোচনা করা হয়।

আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদের সভাপতি পীরে তরীকত হযরতুল আল্লামা কাযী সৈয়্যদ এসএম জাফর সাদেক আল আহাদীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আল হারূনী রিচার্স একাডেমীর চেয়ারম্যান পীরে তরীকত হযরতুল আল্লামা মুফতি কাযী সৈয়্যদ বোরহান উদ্দিন মুহাম্মদ শফিউল বশর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ মঈনুদ্দিন ফরহাদাবাদী।

আরো বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মকসুদুর রহমান আল হারূনী, শাহজাদা মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন, মাওলানা কারী মুহাম্মদ জহির উদ্দিন, মাওলানা তোহিদুল আনোয়ার আবদুল হাই হারূনী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহযাদা সৈয়্যদ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, শাহযাদা সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দীন ফরহাদাবাদী, শাহযাদা সৈয়্যদ মুহাম্মদ রিদওয়ান আমিন ফরহাদাবাদী।

এতে আরো উপস্থিত ছিলেন, শাহযাদা মাওলানা মহিউদ্দিন মুহাম্মদ ছালেহ, শাহযাদা মাওলানা নজুম উদ্দিন মুহাম্মদ শামসুল হুদা, শাহযাদা মাওলানা আযম উদ্দিন মুহাম্মদ রেজাউল করিম, শাহযাদা মাওলানা জমির উদ্দীন মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আবদুল মালেক, মাওলানা আবু আলম ছিদ্দিকি, মাওলানা আবু তাহের মুহাম্মদ শরফ উদ্দিন আল হারূনী, মাওলানা নুরুল আবসার হারুনী, মাওলানা নুর হুসাইন হারূনী ,মাওলানা আবদুল বারী, মাওলানা ইকবাল হোসাইন সিদ্দিকি সহ বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্ব শেষে সারা রাত ব্যাপী যিকির ও সেমা মাহফিল, যিয়ারত, মিলাদ-কিয়াম-সালাতুস্সালাম পেশান্তে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ওরশে যাবতীয় কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ