রোহিঙ্গা ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে চালু হয়েছে সমন্বিত বিশেষ অভিযান অপারেশন রুট আউট।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় শনিবার সকালে।

অভিযানের সময় যাতে কোন রোহিঙ্গা ক্যাম্পের বাহিরে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে মোতায়েন ছিলো জেলা পুলিশের বেশ কয়েকটি টিম।  এ সময় সম্ভাব্য স্থানে চিরুনী অভিযান  চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ৪১ জনকে আটক করা হয়।

এর মধ্যে হত্যা মামলার এজাহারনামীয় গ্রেপ্তারকৃত ৬  আসামী হলেন- সৈয়দ আলম (৫৫), পিতা-মৃত আবুল হোসেন, জুনায়েদ (২৫), পিতা-মৃত আব্দুল মজিদ, মছন আলী (২০), পিতা-আবু তালেব, মোঃ ওসমান (৩৪), পিতা-মৃত মোস্তাক আহম্মদ, মোঃ তাহের লালা ফুতিয়া (২৫), পিতা- জাহিদ হোসাইন, সোয়াইভ (২৫), পিতা-মৃত আমির হামজা।

মাদকসহ গ্রেপ্তারকৃত ৩  আসামী- দীল হোসাইন (৪৪), পিতা- মৃত নুর আহম্মদ, মোহাম্মদ জোবায়ের (৩৯), পিতা- মৃত কবির আহম্মদ, শফিউল্লাহ (৫৩), পিতা-মৃত এজাহার মিয়া।

ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও দুষ্কৃতিকারীদের নির্মূলে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। পাশাপাশি  ক্যাম্পে অপরাধ দমনে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ